HomeTop Storiesআরজি কর কাণ্ডের মামলায় শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট সিবিআই-এর

আরজি কর কাণ্ডের মামলায় শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট সিবিআই-এর

- Advertisement -

তিলোত্তমা (rg kar) ধর্ষণ ও খুনের মামলায় ৪৮ দিনের মাথায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল সিবিআই৷ চার্জশিটে প্রথম নাম রয়েছে সঞ্জয় রায়ের৷ চার্জশিটে  রয়েছে ৫৭ জন সাক্ষীর বয়ান৷ প্রায় ৪৫ পাতার একটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই৷ 

তিলোত্তমা খুন ও ধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টে চলছে এই মামলার শুনানি৷ নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকে, বিচারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা।

   

ধর্মতলায় চলছে অনশন কর্মসূচি। সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়ার ডাক্তারেরা। মাঝে এক বার বিচারের দাবিতে সিবিআই দফতর অভিযানও করেছেন তাঁরা। ধর্মতলার অনশনমঞ্চ থেকেও জুনিয়র ডাক্তারেরা জানিয়েছেন, তাঁরা সিবিআইয়ের উপর আর আস্থা রাখতে পারছেন না। এরই মধ্যে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে প্রথম চার্জশিট নিয়ে সোমবার আদালতের উদ্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় ৪৫ পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে৷

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত এক জনই। সিবিআই তদন্তভার নেওয়ার আগেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে আরজি করের ধর্ষণ ও খুনের মামলার তদন্ত প্রক্রিয়া আরও দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই— আরজি করের তৎকালীন অধ্যক্ষ এবং টালা থানার তৎকালীন ওসি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular