HomeWest Bengalবজ্রবিদ্যুৎ-সহ টানা ৩ দিনের বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে তাপমাত্রা?

বজ্রবিদ্যুৎ-সহ টানা ৩ দিনের বৃষ্টি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে তাপমাত্রা?

- Advertisement -

কলকাতা: বর্ষা এখনও আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি, কিন্তু কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই তার আগমনী বার্তা স্পষ্ট। সোমবার রাতভর টানা বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার ঝিরঝির বৃষ্টি।

দোরগোড়ায় বর্ষা

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষা এখন একেবারে দোরগোড়ায়। আগামী ২-৩ দিনের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে। এরই মধ্যে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

বিশেষ করে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, ১৯ জুন পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের দিকেও নজর রাখছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ জুন পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

বাতাসে দমকা হাওয়া, বজ্রপাতের সতর্কতা Kolkata Monsoon Rain Forecast

দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে হাওয়া অফিস নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী বা উঁচু জায়গা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ধারায়

তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ দুই অংশেই আগামী পাঁচ দিন তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া চিত্র

মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ ও ন্যূনতম ৬৪ শতাংশ থাকতে পারে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular