Sunday, December 7, 2025
HomeWest Bengalগভীর নিম্নচাপে ভিজছে দক্ষিণবঙ্গ, আর কতদিন চলবে দুর্যোগ?

গভীর নিম্নচাপে ভিজছে দক্ষিণবঙ্গ, আর কতদিন চলবে দুর্যোগ?

- Advertisement -

কলকাতা: বর্ষা দরজায় কড়া নাড়তেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে টানা বৃষ্টি। গভীর নিম্নচাপের জেরে বুধবার রাতভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহর ও আশেপাশের জেলাগুলিতে। বৃহস্পতিবার সকালেও আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আগামী ২৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ন্যূনতম তাপমাত্রা থাকবে প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ১০০ শতাংশ ও ন্যূনতম ৯৫ শতাংশে পৌঁছেছে, যা অতিরিক্ত অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

তাপমাত্রা তেমন বদলাবে না Kolkata Monsoon Rain

আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে আপাতত গরমের দাপট থেকে মুক্তি মিললেও আর্দ্রতা-জনিত অস্বস্তি থেকে নিস্তার নেই।

কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ জুন দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে৷ 

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির প্রভাবে কিছু কিছু এলাকায় জল জমে যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular