মনোজিৎ-এর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান! সেই রাগেই গণধর্ষণ? কসবা-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Kolkata College Gang Rape

কলকাতা: দক্ষিণ কলকাতার একটি নামী আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল মূল অভিযুক্ত, কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র। ছাত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে, তার প্রেমিককে খুনের হুমকি এবং বাবা-মাকে গ্রেফতারের ভয় দেখানো হয় বলেও অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

নির্যাতিতা তার অভিযোগপত্রে দাবি করেছেন যে, বুধবার দুপুরে পরীক্ষার ফর্ম পূরণের জন্য কলেজে আসার পর তাঁকে জোর করে কলেজের একটি রুমে আটকে রাখা হয় এবং পরে নিরাপত্তারক্ষীর গার্ড রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, এই পাশবিক অত্যাচারের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা। কাউকে জানালে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।

   

মূল অভিযুক্ত TMCP নেতা, ৪ দিনের পুলিশ হেফাজত

ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (৩১) ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে টিএমসিপির দক্ষিণ কলকাতা ইউনিটের সাধারণ সম্পাদক। জানা গেছে, সে আলিপুর আদালতে প্র্যাকটিস করে। এই ঘটনায় আরও দুই অভিযুক্ত – জায়েব আহমেদ (১৯) ও প্রমিত মুখোপাধ্যায় (২০) – কলেজেরই বর্তমান পড়ুয়া। গতকাল গভীর রাতে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে আদালত তাদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

নারী সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন Kolkata College Gang Rape

গত বছর ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার বুকে এই গণধর্ষণের অভিযোগ রাজ্য জুড়ে নারী সুরক্ষা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন চিহ্ন ফেলে দিল। শিক্ষাঙ্গনের মতো সুরক্ষিত স্থানে এমন ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে এবং ফরেনসিক পরীক্ষা-সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন