কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেহালায় এক শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে স্থানীয় পুরসভার এক পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকা। অভিযুক্তকে বাতিস্তম্ভে বেঁধে ব্যাপক গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। পরে তার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
ঘটনাস্থলে বাসিন্দাদের বক্তব্য, সকালে শীলপাড়া এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী। এ সময় ৪ বছরের শিশুকন্যাটি বাড়ির সামনে খেলছিল। অভিযোগ, চারপাশে কেউ না থাকায় শিশুটিকে যৌন নিগ্রহের চেষ্টা করে তিনি। তবে এই ঘটনা প্রত্যক্ষ করে ফেলেন কয়েকজন স্থানীয়। এরপর তারা অভিযুক্তকে ঘিরে ধরে তাকে বাতিস্তম্ভে বেঁধে ফেলেন। শুরু হয় গণধোলাই। পরে তার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশকর্মীদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে শিশুটির পরিবার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় ফের কলকাতা ও লাগোয়া এলাকায় শিশু ও নাবালিকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় অভিযুক্তদের ফাঁসির সাজা হলেও অপরাধপ্রবণতা কমছে না। প্রশ্ন উঠছে, শিশুদের সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ কীভাবে নেওয়া যাবে?
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির পরিবারকে সমর্থন জানিয়ে তারা কঠোর আইনি ব্যবস্থার দাবি করেছেন। পুলিশের তদন্তে কী উঠে আসে, সেখানেই সকলের চোখ।