হাওড়া (Howrah) শহরের শরৎ সদনে শুরু হয়েছে সিপি (আই)এমের সারা ভারত ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন৷ যা চলবে ১৭ তারিখ অবধি৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা উপস্থিত হয়েছেন এই সম্মেলনে শেষ দিনে বিরাট চমক রয়েছে সিপি(আই)এমের তরফে৷ সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)৷
জানা গেছে, হাওড়ার বিজয়ানন্দ পার্কে আয়োজিত হবে প্রকাশ্য সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এছাড়াও উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব৷ গত সপ্তাহেই এক সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বিজয়নের আসার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ তার আগে কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
ভিন রাজ্য থেকে মুখ্যমন্ত্রী আসবেন। সেজন্য নিরাপত্তা আরও জোরালো করতে চাইছেন বাম নেতৃত্ব। কিন্তু রাজ্য পুলিশের তরফে এখনও অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছে আলিমুদ্দিন৷ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, পুলিশের তরফ থেকে সেদিন পর্যন্ত সমাবেশের জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি৷
এই মুহুর্তে একমাত্র কেরলে ক্ষমতায় রয়েছে বামেরা। লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহুর্তে নিয়ম করে রাজ্য সফরে এসে ঝাঁঝ বাড়াতে চাইছেন বিজেপি নেতারা৷ পাল্টা কেরলের মুখ্যমন্ত্রী বাংলায় এলে তা সিপি(আই)এম কর্মীদের মনোবল বাড়াতে বুস্টার ডোজের কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷