Mamata Banerjee: নিন্দুকদের চমকে দিয়ে মমতার সভায় থাকছে কাশফুলের বালিশ

বৃহস্পতিবার পাঁচলায় সরকারি কর্মসূচি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই একাধিক হস্তশিল্পের আয়োজন করা হয়েছে

Kashful pillows

বৃহস্পতিবার পাঁচলায় সরকারি কর্মসূচি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই একাধিক হস্তশিল্পের আয়োজন করা হয়েছে৷ সেখানে থাকছে কাশফুলের বালিশ থেকে কর্ক শিল্পের প্রদর্শনী। এছাড়াও থাকছে জরি শিল্পের প্রদর্শনী। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরীদের হাতে তৈরী লক্ষীর ভান্ডার, বিভিন্ন ডিজাইনে আঁকা মাটির প্লেট, ভেসজ আবির ও জুয়েলারি জায়গা পেয়েছে‌।

গত বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে প্রত্যেকটি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল। তারপর ছাত্রনেতা আনিস খানের মৃত্যু, নুপুর শর্মার মৃত্যুতে উত্তপ্ত হতে দেখা গেছে হাওড়া জেলাকেই। নবান্ন থেকে অদূরে সেই ঘটনা নজর কেড়েছিল জাতীয় রাজনীতির। তবে জেলার রাজনৈতিক সমীকরণে কতটা বদল হয়েছে? তা বলতে পারবে পঞ্চায়েত নির্বাচন৷ তাই এই জেলাকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৬ নম্বর জাতীয় সড়কের ধারে পাঁচলা মোড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর সভা৷ সেখান থেকেই একাধিক জেলার সরকারি প্রকল্প প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই থাকছে কাশফুলে বালিশের প্রদর্শনী। কারণ, হাওড়ার এক সভা থেকেই মুখ্যমন্ত্রী এই বালিশের কথা প্রথম জানিয়েছিলেন৷

তিনি বলেছিলেন, আমার একটি আইডিয়া আছে। এই যে কাশ ফুল হয় বাংলায়। দেখবে পুজোর এক মাস আগে থেকে শুরু হয় তার পর আর এক মাস। এই কাশফুল উড়ে চলে যায় কোনও কাজে লাগে না। এই কাশফুল দিয়ে বালিশ এবং বালাপোষ তৈরি হতে পারে দারুণ ভাল। এবং ওই বালিশ তো লোকে অনেক দাম দিয়েও কিনতে চাইবেন যাঁদের ক্ষমতা আছে। সুতরাং ওই কাশফুলটাকে তোমরা কী ভাবে ব্যবহার করতে পার দেখ তো। এখন সেই কাশফুল এবার প্রদর্শনীতে যুক্ত হতেই বাড়তি উন্মাদনা শুরু জেলাজুড়ে।