Serampore: মিস্টার ইন্ডিয়া vs মিস ইউনিভার্স, শ্রীরামপুরে চরমে দুই প্রার্থীর বাকযুদ্ধ

লোকসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এবার শ্রীরামপুর (Serampore) লোকসভা কেন্দ্রে সিপিএমের হয়ে ভোতে দাঁড়িয়েছেন বামেদের প্রতিবাদী মুখ দীপ্সিতা ধর অন্যদিকে তাঁর প্রতিপক্ষ গতবারের সাংসদ…

Kalyan Banerjee, Dipsita Dhar, Srirampur

লোকসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এবার শ্রীরামপুর (Serampore) লোকসভা কেন্দ্রে সিপিএমের হয়ে ভোতে দাঁড়িয়েছেন বামেদের প্রতিবাদী মুখ দীপ্সিতা ধর অন্যদিকে তাঁর প্রতিপক্ষ গতবারের সাংসদ তৃণমূলের এবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে জোরকদমে চলছে প্রার্থীদের প্রচার।

নির্বাচনী প্রচারে নেমে দীপ্সিতা ধর বলেন, গতবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিজের এলাকায় দেখেননি দীপ্সিতা ধর। এমন কি তিনি বলিউডের মিস্টার ইন্ডিয়া ছবির প্রসঙ্গ টেনে বলেন, ঘড়ি পরলেই অনিল কাপুরের মতো উধাও হয়ে যান কল্যাণ। এলাকায় যে কাজ হয়নি সেই দিকেই ইঙ্গিত করেছেন দীপ্সিতা।

অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পালটা দিতে ছাড়েননি। নিজের নির্বাচনী এলাকায় হুডখোলা জিপে প্রচারে বেরিয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন– আমি শুনেছি আমাকে মিস্টার ইন্ডিয়া বলা হয়েছে। রবি ঠাকুরের কবিতার প্রসঙ্গে টেনে দীপ্সিতাকে কটাক্ষ করেন কল্যাণ। দেখা হয় নাই চক্ষু মেলিয়া লাইন পাঠ করে তিনি নিজেকে ঘাসের ডগায় শিশিরবিন্দুর সঙ্গে তুলনা করেন।

পাশাপাশি, দীপ্সিতার বিদেশ যাওয়া নিয়েও খোঁচা দিয়ে কল্যাণ বলেন ‘মিস ইউনিভার্স’। এর উত্তরে দীপ্সিতা বলেন, তৃণমূলের লোকেরা চায় না কেউ বিদেশ গিয়ে পড়াশোনা করুক। আমি নিজের যোগ্যতায় বিদেশ গিয়ে পেপার প্রেজেন্টস করেছি। তাই বাইরের দেশ ঘুরতে পেরেছি। কল্যাণ দীপ্সিতার বাকযুদ্ধে ভোটের লড়াইয়ে জমজমাট শ্রীরামপুর। সাধারণ মানুষ ভোটবাক্সে কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।