Birbhum: কাজল শেখের হুঁশিয়ারি বীরভূমে মমতা ছাড়া কেউ থাকবে না

Mamata Banerjee Kajal Sheikh

‘বীরভূম জেলায় জোড়া ফুল ছাড়া আর কিছু থাকবে না। বীরভূম জেলার বুকে মমতা ছাড়া অন্য কিছু থাকবে না।’ অনুব্রত মণ্ডলের সুরে একই সুর মেলালের কাজল শেখ। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বার্তা কাজলের।

Advertisements

মঞ্চে দাঁড়িয়ে কাজল শেখ বলেন, ” বাজারে অলিতে গলিতে যেখানে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ঝাণ্ডা নিয়ে সেখানে গিয়ে হাজির হব। কিন্তু বীরভূম জেলার বুকে জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। বীরভূম জেলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু থাকবে না।”

   

পুজো পার্বণ শেষ হতেই যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। ততই প্রাক নির্বাচনের দামামা বেজে চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে। আর এবার বিজয়ার সম্মেলনের মঞ্চ থেকে রীতিমতো হুংকার দিতে শোনা গিয়েছে কাজল শেখকে। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বীরভূম জেলার যে দুটি লোকসভা কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস অন্তত দু লাখ ভোটে জয় লাভ করবে। এর সঙ্গে তিনি মঞ্চ থেকে বলেন কাজল শেখ যেটা বলে তা করে দেখায়।

Advertisements

এর আগে অনুব্রত মণ্ডলকে যেভাবে একের পর এক হুমকি হুঁশিয়ারি, সুরে দেখা গিয়েছে ঠিক সেই সুরই এবার কাজল শেখের গলায়। এর পাশাপাশি তিনি এর আগের দিন বলেছিলেন যারা বহিরাগত আছে তাদের কী করতে হবে সময় এলে বলে দেবেন। হুঁশিয়ারি হুমকির পরিস্থিতি আগামীকালের কী প্রভাব ফেলবে তা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে।