Mohun Bagan: এএফসি কাপের ম্যাচে ফিরতে পারেন কামিন্স, আশাবাদী ফেরেন্দো

আইএসএলের শেষ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমে, ম্যাচের সাত মিনিটের মাথায় প্রতিপক্ষ দলের ফুটবলার শানানের করা গোলে এগিয়ে যায়…

Jason Cummings Juan Ferrando

আইএসএলের শেষ অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমে, ম্যাচের সাত মিনিটের মাথায় প্রতিপক্ষ দলের ফুটবলার শানানের করা গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। যা দেখে প্রথমদিকে কিছুটা হলেও হতাশ ছিল সকলে। তবে ম্যাচে ফিরে আসতে খুব একটা সময় নেয়নি মোহনবাগান। মাত্র উনত্রিশ মিনিটের মাথায় গোল করে বাগান দলকে সমতায় ফেরান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। যারফলে, সমান সমান হয়ে যায় ফলাফল।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে মোহনবাগান আইএসএল জয় করলেও একজন দক্ষ স্ট্রাইকারের অভাব ছিল শুরু থেকেই। তাই সেই সমস্যার সমাধানের জন্যই এই নয়া মরশুমে অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও ইউরোপা লিগ খেলা আলবেনিয়ান তারকা তথা আর্মান্দো সাদিকুকে। ডুরান্ড কাপের পর থেকে এএফসি কাপ হোক কিংবা আইএসএল সব ক্ষেত্রেই এখনো যথেষ্ট সফল থেকেছেন কামিন্স। কিন্তু নিজের ছন্দে ছিলেন না সাদিকু। যা নিয়ে চিন্তা ছিল সকলের মধ্যে। তবে শেষ ম্যাচে জ্বলে ওঠেন তিনি। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচ জয় করে মোহনবাগান।

   

তবে শেষ ম্যাচে জেসন কামিন্স না থাকায় চিন্তায় ছিল সকলেই। আসলে গত কয়েকদিন ধরেই জ্বরের সমস্যায় ভুগছিলেন এই অজি তারকা। যারফলে, অনুশীলন ও করতে পারেননি বেশ কয়েকদিন। এক সমস্যা দেখা গিয়েছিল হুগো বুমোসের। অনুশীলনে নামতে পারেননি সেই মরোক্কোন তারকা। তাই তাদের জামশেদপুর ম্যাচে নিয়ে যাননি বাগান কোচ হুয়ান ফেরেন্দো। তবে পরবর্তী ম্যাচে তাদের পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী আইএসএল জয়ী কোচ।

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত ম্যাচে আমাদের দলের বহু ফুটবলার খেলেননি। তারপরেও আমরা জিতে এসেছি। যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। তবে আমি আশাবাদী পরবর্তী ম্যাচেই হয়ত ফিরে আসতে পারবে কামিন্স। সপ্তাহ কয়েক আগে আমার ও এক সমস্যা দেখা দিয়েছিল। তবে দিন তিনেকের মধ্যেই আবার সুস্থ হয়ে উঠেছি। আমি আশাকরি, আসন্ন এএফসি কাপের পরবর্তী ম্যাচে খেলবেন কামিন্স।