২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মেগা শো, কেমন থাকবে আজকের আবহাওয়া?

কলকাতা: দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরের উপর। এর জেরে বৃষ্টির…

July 21 weather

কলকাতা: দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরের উপর। এর জেরে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ রাজ্যের দক্ষিণের বিস্তীর্ণ জেলায়। আগামী বুধবার থেকেই শুরু হবে বৃষ্টি। বৃহস্পতিবার নিম্নচাপ ঘনীভূত হয়ে প্রভাব ফেলতে পারে রাজ্যজুড়ে। এর প্রভাব চলবে অন্তত শুক্রবার বা শনিবার পর্যন্ত। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২১ জুলাইন বৃষ্টি হবে?

এই আবহেই ২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ দিবসের মেগা রাজনৈতিক সভা (July 21 weather)। প্রতিবছরের মতো এবারেও লক্ষাধিক জনসমাগমের প্রস্তুতি চলছে শহরের বুকে। তবে আবহাওয়ার এই পূর্বাভাস সভার প্রস্তুতির ক্ষেত্রে প্রশাসনের জন্য বাড়তি মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

   

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর জেরে সাগর থেকে প্রবল জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তার জেরেই রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী দিনে তা আরও বাড়বে বলেই আশঙ্কা। দফতর জানিয়েছে, বুধবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।

কোন কোন জেলা ভিজবে

এই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রবল বৃষ্টি। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস।

বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে বৃহস্পতিবার ও শুক্রবার। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে। সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের ২৪ জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

তবে তার আগে, সোমবার ও মঙ্গলবার বৃষ্টি তুলনায় কম থাকবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যত্র হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিছুটা হলেও কমবে, তবে বুধবার থেকে তা ফের বাড়বে।

Advertisements

কলকাতার আবহাওয়া কেমন থাকবে

কলকাতা শহরের কথায় আসা যাক। গত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে, ২১ জুলাই শহিদ দিবসের দিনটিতে কলকাতায় কমবেশি বৃষ্টি হয়। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকছে বলেই মনে করছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎও থাকতে পারে সঙ্গে। শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও থাকবে বেশ খানিকটা বেশি, ফলে বৃষ্টির ফাঁকেও অস্বস্তি পিছু ছাড়বে না কলকাতাবাসীর।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে ৯৬ শতাংশ ও ৭১ শতাংশ।

উত্তরেও বৃষ্টি

এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের আটটি জেলায় সপ্তাহজুড়ে চলবে ঝড়বৃষ্টি। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।

সব মিলিয়ে বলা যায়, চলতি সপ্তাহ জুড়ে রাজ্যের দুই বঙ্গেই বর্ষার সক্রিয়তা বাড়বে এবং নিম্নচাপের কারণে তৈরি হতে পারে কিছুটা জলজট বা সমস্যার সম্ভাবনাও। তাই আগাম সতর্কতা এবং প্রস্তুতির পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।