ফের তিলোত্তমা মামলায় অভিযুক্তদের সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতির

প্রায় এক বছর আগে কলকাতা শহর কেঁপে উঠেছিল আরজিকর হাসপাতালের ধর্ষণ ও খুনকাণ্ডে। সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে নাম…

ফের তিলোত্তমা মামলায় অভিযুক্তদের সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতির

প্রায় এক বছর আগে কলকাতা শহর কেঁপে উঠেছিল আরজিকর হাসপাতালের ধর্ষণ ও খুনকাণ্ডে। সরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলে এক তরুণীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে নাম জড়িয়েছিল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। এবার ফের একবার তাঁরা সংবাদ শিরোনামের শীর্ষে। সোমবার বিচারক অরিজিৎ মণ্ডল অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিলেন। মঙ্গলবারই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে।

আরজি করে যেখানে তিলোত্তমা ধর্ষণ ও খুন হয়, সেই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন করেছে পরিবার। সেই আবেদনের ভিত্তিতেই আদালত সিদ্ধান্ত নেয়। বিচারক জানিয়ে দিয়েছেন, অভিযুক্তদের যদি কোনও বক্তব্য থাকে, তা আদালতেই পেশ করতে হবে। এদিনের শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীকেও আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

   

প্রসঙ্গত, আরজিকর মামলার অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে জামিনে মুক্তি পান তিনি। কিন্তু নির্যাতিতার পরিবার দাবি, জামিনের পর একবারও কোর্টে হাজিরা দেননি। পরবর্তীতে কোর্টের নির্দেশে হাজিরা দেন প্রাক্তন ওসি।

Advertisements

অপরদিকে, এই মামলার অন্যতম অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও জামিন পেয়েছেন। কিন্তু দুর্নীতির মামলায় জেলবন্দি রয়েছেন সন্দীপ। আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় তিনি অভিযুক্ত। জেলে থাকার কারণে তাঁকে হাজির করানো যায়নি। তবে এদিন বিচারক দুজনকেই হাজিরার নির্দেশ দিয়েছেন।