শিশুদের পাউডার থেকে ক্যানসার, বিপুল জরিমানা সংস্থার

আমরা প্রায় সকলেই বাড়ির খুদে সদস্যটির জন্য জনসন কোম্পানির (Johnson & Johnson) সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি৷ সেটা বেবি পাউডার থেকে শুরু করে সাবান, তেল…

sesdn শিশুদের পাউডার থেকে ক্যানসার, বিপুল জরিমানা সংস্থার

আমরা প্রায় সকলেই বাড়ির খুদে সদস্যটির জন্য জনসন কোম্পানির (Johnson & Johnson) সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি৷ সেটা বেবি পাউডার থেকে শুরু করে সাবান, তেল সমস্ত কিছুই ব্যবহার করেন ছোট্ট শিশুর যত্নে৷ কিন্তু এবার বড়সড় জরিমানার মুখে এই সংস্থা (Johnson & Johnson)৷ যদিও এই সংস্থার নামে আগেও বহু বিতর্ক দেখা গিয়েছিল৷ এবার ফের বড়সড় জরিমানার মুখে সংস্থা।

কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক বাসিন্দা ক্যানসারে আক্রান্ত হওয়ার পরই এই সংস্থাকে কাঠগড়ায় তুলেছিলেন জনসন অ্যান্ড জনসনকে (Johnson & Johnson)। এবার তাঁকে ১৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার জন্য সংস্থাকে নির্দেশ দিল আদালত।

   

সূত্রের খাবার, ২০২১ সালে তাঁর মেসোথেলিওমা ধরা পড়ে। এরপর থেকেই তিনি মারণরোগে আক্রান্ত হন ৷আক্রান্ত হওয়ার পর প্লটকিন অভিযোগ করেন,জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) বেবি পাউডারের কারণেই তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন। এবার এই পরিস্থিতিতে সংস্থার মামলাজনিত ভাইস প্রেসিডেন্ট এরিক হাস এক বিবৃতিতে বলেন, সংস্থা মামলার বিচারকের ‘ভুল’ রায়ের বিরুদ্ধে আপিল করবে।

এবার ফের বড় অঙ্কের জরিমানার মুখে পড়ায় অস্বস্তি যে আরও বাড়ল তা নিশ্চিত। এর আগেও নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসে জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) বিরুদ্ধে। বলা হয় যে, জনসন বেবি পাউডারে রয়েছে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর খনিজ পদার্থ। উচ্চ তাপ শোষণ ক্ষমতা সম্পন্ন এই খনিজ পদার্থটি শরীরে ঢুকলে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে।