রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে জব কার্ডধারীদের (Job Card) জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। জানা গেছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কিং ও মুখ শনাক্তকরণের মাধ্যমে যাচাই (Face Authentication / Job Card Verification) কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে অনেকের জব কার্ড বাতিল হয়ে যেতে পারে বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ১০০ দিনের কাজের তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তি ও পরিবারের সদস্যদের অফলাইনে আধার লিঙ্ক করতে হবে। এই লিঙ্কিংয়ের উদ্দেশ্য মূলত দু’টি—
১. জব কার্ডে যাদের নাম আছে তারা সত্যিই জীবিত কি না তা যাচাই করা।
২. মৃত বা অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের নাম বাদ দিয়ে প্রকল্পের তালিকা আপডেট করা।
প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে প্রকৃত শ্রমিকদের সুবিধা আরও স্বচ্ছভাবে পৌঁছবে এবং ভুয়ো জব কার্ড বা ভুয়ো মজুরি তোলার ঘটনা অনেকটাই কমবে।
কীভাবে হবে এই লিঙ্কিং?
পুরো প্রক্রিয়াটি অনলাইনে নয়, সম্পূর্ণ অফলাইন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অধীন বুথ অফিসে গিয়ে এই আধার-জব কার্ড লিঙ্ক করাতে হবে। বুথ অফিসে উপস্থিত সাপোর্ট স্টাফ বা অপারেটররাই এই কাজ করবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—পরিবারের সকল সদস্যকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কারণ প্রত্যেকের পরিচয় যাচাই করা হবে মুখ শনাক্তকরণের মাধ্যমে। সেই কারণে আধার কার্ড ও জব কার্ড—উভয় নথিই সঙ্গে নিয়ে যেতে হবে।
গ্রামাঞ্চলে সচেতনতা প্রচার শুরু:
গ্রামীণ এলাকায় অনেকেই এখনও এই নতুন নিয়ম সম্পর্কে অবগত নন। তাই প্রশাসন মাইকিং, প্রচারপত্র এবং স্থানীয় সভার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের মতে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে যাদের তথ্য যাচাই হবে না, তাঁদের জব কার্ড সাময়িকভাবে স্থগিত করা হতে পারে অথবা স্থায়ীভাবে বাতিল হতে পারে।
এদিকে ১০০ দিনের কাজ দ্রুত শুরু হতে পারে বলেই সূত্রের খবর। সেই কারণে আধার লিঙ্কিংয়ের গুরুত্ব আরও বেড়ে গেছে। সময়মতো যাচাই সম্পন্ন না হলে প্রকল্পে কাজ পাওয়া বা মজুরি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন শ্রমিকরা।
প্রশাসনের সতর্ক বার্তা:
প্রশাসনের অনুরোধ—যাদের এখনও আধার লিঙ্ক করা হয়নি, তারা যেন দ্রুত বুথ অফিসে গিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন। কারণ নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনও রকম অজুহাত গ্রহণ করা হবে না।


