পুলিশের ভয়ে নিজের বিয়েতেও বেপাত্তা জয়ন্ত-ঘনিষ্ঠ রাহুল

জয়ন্তর শাগরেদ রাহুল গুপ্তা (Jayanta Singh)। আড়িয়াদহে মা-ছেলে মারধরে অন্যতম অভিযুক্ত। অনেক দিন ধরেই বেপাত্তা। ছাদনাতলাতেও গেল না। ভেস্তে গেল সাজানো গোছানো বিয়ের আসর। বিয়ে…

জয়ন্তর শাগরেদ রাহুল গুপ্তা (Jayanta Singh)। আড়িয়াদহে মা-ছেলে মারধরে অন্যতম অভিযুক্ত। অনেক দিন ধরেই বেপাত্তা। ছাদনাতলাতেও গেল না। ভেস্তে গেল সাজানো গোছানো বিয়ের আসর।

বিয়ে হবে। সানাই বাজবে। আলো জ্বলবে। বিয়েবাড়ির এটাই চেনা ছবি। সেই মতো সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু বর আসেনি। তাই বিয়েও হয়নি। সাজানোর পরেও খুলে ফেলা হয় বিয়ে বাড়ির ডেকরেশেন।

   

বিয়ে ভেস্তে যাওয়ার এ ছবি উত্তর ২৪ পরগনার আড়িয়দহের। বিয়ের পাত্র রাহুল গুপ্তা। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের ডান হাত বলে পরিচিত। মারধর থেকে তোলাবাজি। সবেতেই জয়ন্তর বিশ্বস্ত শাগরেদ। আড়িয়াদহের মা-ছেলেকে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত। সেই ঘটনায় জয়ন্ত গ্রেফতার হতেই রাহুল বেপাত্তা। শুক্রবার তার বিয়ে ছিল। কিন্তু পুলিশের খাতায় ফেরার রাহুল পৌঁছয়নি। বরই না যাওয়ায় বিয়েও হয়নি।

মুকুটে নতুন পালক, রানাঘাটে রেকর্ড গড়ে তৃণমূলের ‘নয়নের মণি’ এই অধিকারী

বিয়ের জন্য আড়িয়াদহের ক্লাব ভাড়া নিয়েছিল পাত্রীপক্ষ। কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি। কিন্তু বিয়ের দিনই গরহাজির বর। তাই সবকিছুই ভেস্তে গিয়েছে। তেসরা জুলাই গ্রেফতার হয় জয়ন্ত সিং। তারপর থেকেই রাহুলের নাকি খোঁজ নেই। যদিও তার বাড়িতেও বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে। বাড়ির ছাদে প্যান্ডেল করা হয়। লাইট দিয়ে সাজানো হয় । কিন্তু শুক্রবার বিয়ের দিনও পাত্রর দেখা মেলেনি। শনিবার বাড়িতে গিয়েও খোঁজ মিলল না রাহুলের। বাড়ির গেটে ভিতর থেকে তালা।

জুলাইয়ের শুরুতে প্রকাশ্যে আসে আড়িয়াদহের মা-ছেলেকে মারধরের ঘটনা। সেই ঘটনায় গ্রেফতার জয়ন্ত সিং। তখন থেকেই বেপাত্তা রাহুল গুপ্তা। এরপরপ্রকাশ্যে আসে জয়ন্ত বাহিনীর নানা কীর্তি। আড়িয়াদহের তালতলা ক্লাবে অত্যাচারের এই ঘটনাতেও অন্যতম অভিযুক্ত রাহুল। অনেকেই বলছেন, পুলিশের ভয়েই সে গা ঢাকা দিয়েছে। তাই নিজের বিয়েতেও গরহাজির।

বিশাল জয়ের পরই নবনির্বাচিত চার প্রার্থীকে কী পরামর্শ নেত্রী মমতার?