Janmashtami 2023: শ্রীকৃষ্ণের জন্মদিনে মায়াপুর সহ কলকাতার ইসকনে ভক্তদের ঢল

ISKCON Kolkata and Mayapur

Janmashtami 2023: আজ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে গোটা বিশ্বের পাশাপাশি সেজে উঠেছে মায়াপুর থেকে শুরু করে কলকাতার ইসকন মন্দির। চারিদিকে ভক্তদের ঢল। গতকাল রাত থেকেই শুরু হয়েছে তোড়জোড়। সনাতনী ধর্মাবলম্বী মানুষের কাছে শ্রীকৃষ্ণের জন্মদিন একটি পবিত্র দিন। এই দিনে সকলে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের পূজার্চনা করেন।

কৃষ্ণ প্রেমীদের কাছে এক অন্যতম জায়গা হল মায়াপুর। এই মায়াপুরের ইসকন মন্দিরে দেশ-বিদেশ থেকে বহু মানুষ আসেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে মায়াপুরে। সেখানে শ্রীকৃষ্ণের আরাধনায় ব্যতিব্যস্ত সকলে। কোথাও আবার নজরে আসছে ছোট বাচ্চাদের তাদের বাবা, মায়েরা কৃষ্ণ সাজিয়ে প্রবেশ করছে মন্দির প্রাঙ্গণে।

   

অন্যদিকে একই দৃশ্য ফুটে উঠেছে কলকাতার ইসকন মন্দিরেও। সকাল আটটা থেকে শুরু হয়েছে পূজার্চনা। বহুদূর দুরন্ত থেকে মানুষ ছুটে এসেছে এই মন্দিরে। শ্রীকৃষ্ণকে ফুল ও মিষ্টি নিবেদন করে চলছে আরতি পর্ব। মন্দির জুড়ে চলছে নাম কীর্তন। এরপরেই বিতরণ করা হবে ভোগ। এবং তারপরে শুরু হবে কৃষ্ণ কথা। এইভাবেই গোটা দিন ধাপে ধাপে চলবে কৃষ্ণের আরাধনা। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির প্রাঙ্গণ।

এর সঙ্গেই দিল্লির ইসকনে চলছে আরতি। সেজে উঠেছে মথুরা, বদ্রিনাথ ভুবনেশ্বরের ইসকন মন্দির। সেখানেও বহু মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেদের নিয়োগ করেছেন। নাম কীর্তনে মেতে উঠেছে ভক্তগণ। ভক্তদের সমাগম গোটা মন্দির চত্বরজুড়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন