News Desk: হাতি, বাইসন, চিতাবাঘের পর এবার ভাল্লুকের (bear) আক্রমণের শিকার হতে হলো ডুয়ার্সের এক কিশোরককে। বুধবার বিকেলে ভাল্লুকের আক্রমণে মৃত্যু হল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার মেটেলি চা বাগানের জাহাদি লাইনের বাসিন্দা বিদেশ খালকো নামে আদিবাসী কিশোরের। ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা ভাল্লুকটিকে পিটিয়ে মেরে ফেলে।
জানা গেছে, এদিন দুপুরে চা পাতা তোলার সময় বাগানের ১৩ নম্বর সেকশনে ভাল্লুকটিকে দেখতে পায় শ্রমিকেরা। খবর চাউর হতেই প্রচুর মানুষের সাথে ওই কিশোরও গিয়েছিল সেখানে। হুড়োহুড়িতে হঠাৎ ভাল্লুকের সামনে পড়ে গেলে কামড়ে নখ দিয়ে টেনে কিশোরকে চা বাগানের ভেতরে নিয়ে যায় ভাল্লুকটি।
আশেপাশের সকলে ভাল্লুক তাড়িয়ে সেখানে গেলে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা ভাল্লুকটিকে খুঁজে বের করে পিটিয়ে মেরে ফেলে।
ভাল্লুকের আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বন দপ্তরের খুনিয়া রেঞ্জ ও মাল বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। ঘটনাস্থল থেকে মৃত ভাল্লুক এবং কিশোরের দেহ উদ্ধার করা হয়। মেটেলি থানার পুলিশ দুটি দেহ ময়নাতদন্তের জন্যে পাঠায়।
মৃত কিশোরের দেহ জলপাইগুড়ি পুলিশ মর্গে এবং ভাল্লুকের দেহ লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ময়নাতদন্ত হবে বলে জানা গেছে।
এই ঘটনা নিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা মৃত কিশোরের পরিবারের প্রতি সমব্যাথী। সরকারি নিয়ম অনুসারে মৃতে কিশোরের পরিবার ক্ষতিপূরণ পাবে। সেই সাথে ভাল্লুকের মৃত্যুরও তদন্ত হবে। বিভাগীয় আধিকারিকদের পুরো বিষয়টি তদন্ত করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।