জেলবন্দি অনুব্রত এবার ইডি নজরে, রাজ্যে বিরাট অভিযান

গোরু পাচার মামলায় বিরাট আর্থিক লেনদেন হয়েছে এই অভিযোগ আসার পর থেকে তদন্তে নামার জন্য তোড়জোর শুরু করেছিল ইডি৷ ইডি সূত্রে খবর, তদন্তের জন্য ইডি…

ED Seizes Crores of Money and Bank Accounts in Cattle Smuggling Case

গোরু পাচার মামলায় বিরাট আর্থিক লেনদেন হয়েছে এই অভিযোগ আসার পর থেকে তদন্তে নামার জন্য তোড়জোর শুরু করেছিল ইডি৷ ইডি সূত্রে খবর, তদন্তের জন্য ইডি আধিকারিকরা দিল্লির রাউস কোর্টে আবেদন জানিয়েছেন৷ সেই আবেদনের পর অনুমতি মিলেছে। তাই রাজ্যজুড়ে অভিযান শুরু হচ্ছে ইডির।

Advertisements

ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ও গোরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেবিষয়েও আদালতের কাছে অনুমতি মিলেছে। মনে করা হচ্ছে, সিবিআই হেফাজতের পর এবার অনুব্রত মণ্ডলকেও ইডি জেরা করবে।

   

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকার হদিশ মিলেছে। নজরে রয়েছে একাধিক রাইস মিল। ভিন রাজ্যে অনুব্রতর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। একইসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠদের নামে একাধিক সম্পত্তি কীভাবে এল, মেয়ের নামেই এতগুলো সংস্থা কী করল সবটা খতিয়ে দেখতে চায় ইডির আধিকারিকরা।

চলতি সপ্তাহেই ভিন রাজ্য থেকে ইডির ২০ জনের একটি দল বাংলায় উপস্থিত হয়েছে৷ দ্রুত রাজ্যজুড়ে তাদের অভিযান শুরু হবে। মনে করা হচ্ছে, আগামী দিনে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক এবার ইডির নজরে আসতে চলেছে।