Anubrata Mandal: পার্থর মতো কেষ্টরও ভার্চুয়ালি শুনানির আবেদন জেল কর্তৃপক্ষের

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঠিকানা এখন আসানসোলের সংশোধনাগার৷ প্রভাবশালী নেতাকে দেখতে যেমন লোকেরা ভিড় জমায়। তেমনই ভিড় বিরোধী শিবিরের। তাই ভিড় সামলাতে…

Anubrata Mandal

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ঠিকানা এখন আসানসোলের সংশোধনাগার৷ প্রভাবশালী নেতাকে দেখতে যেমন লোকেরা ভিড় জমায়। তেমনই ভিড় বিরোধী শিবিরের। তাই ভিড় সামলাতে অনুব্রত ভার্চুয়াল উপস্থিতির আবেদন সিবিআই আদালতে জানাল জেল কর্তৃপক্ষ৷ পরবর্তী শুনানি ভিডিও কনফারেন্সে হবে বলে জানা গেছে৷

Advertisements

আসানসোলের বিশেষ সংশোধনাগারের তরফে জানানো হয়েছে, এবিষয়ে আসানসোল জেল সুপার সিবিআই আদালতকে চিঠিও দিয়েছেন৷ সেখানে স্পষ্ট করে বলা হয়েছে ভিড় নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সশরীরের নয়, অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করার জন্য আবেদন জানানো হয়েছে৷

Advertisements

এর পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় ভার্চুয়ালি উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল৷ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ব্যাঙ্কশাল আদালতের বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আদালতে উপস্থিত হওয়া যে কোনও ব্যক্তির জন্য মৌলিক অধিকার। জেল কর্তৃপক্ষ মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। এবারেও কী একই প্রশ্ন উঠবে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, গরু পাচার মামলায় ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই৷ এরপর দীর্ঘ সময় ধরে সিবিআইয়ের হেফাজতে ছিলেন তিনি৷ পরে তাঁকে জেল হেফাজতে নেওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য জেলে উপস্থিত হচ্ছেন সিবিআই আধিকারিকরা। প্রতিদিন বোলপুর জুড়ে চলছে বিরাট অভিযান৷

সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকে তাঁর ঘনিষ্ঠ মহলের একাধিক নেতা বেপাত্তা। বেশ কিছু জনকে নাগালে পাওয়া গেলেও সেভাবে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারেনি তদন্তকারী সংস্থা। কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহলের বিপুল সম্পত্তি সিবিআইয়ের নজরে৷ আগামী দিনে সিবিআইয়ের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়? এখন সেটাই দেখার।