HomeWorldBangladeshবাংলাদেশের হিন্দুদের প্রাণসুরক্ষা, বড় দাবি বাংলার বিজেপি সাংসদের

বাংলাদেশের হিন্দুদের প্রাণসুরক্ষা, বড় দাবি বাংলার বিজেপি সাংসদের

- Advertisement -

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তাঁর কথায় কেউ যদি এই পরিস্থিতিকে সামলাতে পারেন, তাহলে তিনি একমাত্র নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, তিনি আরও যুক্ত করেন যে বাংলাদেশের হিন্দুরা এই সময় অত্যাচারিত হচ্ছেন এবং বাংলাদেশের হিন্দুদের একমাত্র বাঁচাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি আরও যুক্ত করেন যে এই মুহূর্তে বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা সঙ্কটে আছেন এবং তাঁদের নিয়ে তিনি চিন্তিত।

ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হল বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বাড়িতে

   

এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে রানাঘাটের বিজেপি সাংসদ জানিয়েছেন যে, ‘ বাংলাদেশের হিন্দুদের প্ল্যান করে আক্রমণ করা হচ্ছে। তাঁদের জমি-জায়গা লুট করা হচ্ছে। সেখানে মিলিটারি শাসন শুরু হয়েছে। এই নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পুরো বিষয়টির উপর নজর রাখছেন।’ তিনি আরও যুক্ত করেন, ‘ যদি পরবর্তীকালে বাংলাদেশ থেকে আগত হিন্দুরা এদেশে আসে তাহলে পরবর্তীকালে তাঁদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে নিশ্চয় প্রধানমন্ত্রী ভেবে দেখবেন।’

বাংলাদেশের তাণ্ডবের নেপথ্যে কী পাকিস্তান? প্রশ্ন রাহুলের, কী জবাব জয়শঙ্করের?

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন যে, ‘ আমার সঙ্গে ওই দেশের হিন্দুদের এক সংগঠনের সঙ্গে কথা হয়েছে। আমার জানার ইচ্ছে নেই কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমি শুধুমাত্র বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিয়ে চিন্তিত।’ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ জুড়ে কার্ফু উঠে গেলেও জারি রয়েছে হিংসা। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তাতে মৃত্যু হয়েছে অন্তত ১০৯ জনের! বিশেষ করে হামলার শিকার হয়েছেন হাসিনার দল আওয়ামী লীগের নেতা-মন্ত্রী-পদাধিকারীরা। কাউকে পিটিয়ে মারা হয়েছে। কারও বাড়ির দরজা বন্ধ করে অগ্নিসংযোগ করেছেন হামলাকারীরা।

বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে গত ১৬ জুলাই থেকে ২১ দিনে প্রায় সাড়ে চারশো জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। এর মধ্য শুধু সোমবারে মৃত্যু হয়েছে ১০৯ জনের। তার আগের দিন অর্থাৎ রবিবার মৃত্যু হয়েছিল ১১৪ জনের। অর্থাৎ শেষ দু’দিনে মৃতের সংখ্যা প্রায় আড়াইশো ছুঁই ছুঁই। বিভিন্ন সূত্র থেকে সোমবার যে ধরনের খবর এবং হিংসার ছবি প্রকাশ্যে এসেছে তাতে শিউরে উঠেছেন বাংলাদেশের সাধারণ নাগরিকেরা।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। বিভিন্ন সূত্রের বরাতে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের খবর বলছে, পদত্যাগ ও দেশ ছাড়ার জন্য শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে ভারতে আসেন। তবে তাঁর গন্তব্য নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular