Jagaddal Murder: অর্জুন সিং ঘনিষ্ঠ ভিকি যাদব খুনে ধৃত দুই

তৃণমূল কংগ্রেস নেতা ও বিজেপির টিকিটে জেতা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ভিকি যাদবকে গত ২১ নভেম্বর জগদ্দলে (Jagaddal Murder) গুলি করে খুন করা হয়েছিল। সেই খুনের তদন্তে ধৃত দুই জন। ধৃতদের নাম অঙ্কিত কুমার সিং ওরফে রিঙ্কু। তার বাড়ি ভাটপাড়ায়। অপরজনের নাম রহিস আলি। তার বাড়ি জগদ্দলে। এই দুই ধৃত ভিকি যাদবকে খুনের জন্য ভাড়াটে খুনিদের পরিচালনা করেছিল বলে দাবি পুলিশের।

জানা গিয়েছে ধৃত অঙ্কিত কুমার সিং সুপারি কিলারদের পরিচালনা করেছিল। আর রাহিস আলি খুনিদের পালানোর ব্যবস্থা করেছিল। পুলিশ কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে খুনের ঘটনায় আরো চারজন রয়েছে। ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও চার জনের বিষয় তথ্য সংগ্রহ করেছে। বাকিদেরও আরো কিছু দিনের মধ্যে গ্রেফতার করা সম্ভব হবে বলে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে।

   

এর সঙ্গেই জানা গিয়েছে, ভিকির ওপর যে নয়বার গুলি চালানো হয়েছিল তা দু ধরনের বন্দুক থেকে চালানো হয়। একটি সেভেন এমএম পিস্তল অপরটি নাইন এমএম পিস্তল। এই বন্দুক কোথা থেকে কীভাবে আসলো সে বিষয়ে তদন্ত চলছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার থেকেই এই খুন।

গত ২১ নভেম্বর বাড়ির সামনে এসে রীতিমতো নাম জিজ্ঞেস করে ভাটপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদবকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তিন দুষ্কৃতী। পর পর ৯ টি গুলি লাগে তার শরীরে। এর পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা আর হয়নি। এরপরেই মৃত্যু হয় ভিকির।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন