IT Notice: আর এক তৃণমূল বিধায়ককে নোটিস পাঠাল আয়কর দফতর

TMC

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে নোটিশ (IT Notice) পাঠালো আয়কর দফতর।আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে আয়কর ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে। বেশ কয়েক কোটি টাকা গরমিলের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে৷ যদিও কোনো নোটিশ তাঁর হাতে আসেনি বলে জানিয়েছেন তিনি।

আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েক কোটি টাকার গরমিল হয়েছে বলেই খবর। তাঁর ২টি সংস্থার ক্ষেত্রে আয়কর জমা না পড়ার অভিযোগ উঠেছে৷ সূত্রের খবর, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত কিছু গোলমাল রয়েছে। তিন বছর বিধায়ক তা জমা দেননি বলেই খবর। বিধায়ক কী ব্যবসা করেন, তাও জানতে চাওয়া হয়েছে।

   

পটাশপুরের বিধায়ক জানিয়েছেন, ‘‘আমাদের সমস্তই (আয়কর) দেওয়া রয়েছে৷ তবুও যেহেতু আয়কর চিঠি পাঠিয়েছে, আমাদের যারা হিসেব দেখে, তারা নথিপত্র জমা দেবে৷ আয়কর দফতরের অভিযোগ, একটা ১ কোটি টাকার লেনদেন হয়েছিল, যার আয়কর জমা পড়েনি৷’’

এর আগে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালায়। শাসকদলের একাধিক নেতার বাড়িতে গত কয়েকদিনে হানা দিয়েছেন আধিকারিকরা। আয়কর সংক্রান্ত বিভিন্ন ত্রুটির অভিযোগেই একের পর এক তল্লাশি চলেছে। এবার শাসকদলের আরও এক নেতাকে আয়কর বিভাগের তলব।যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন