যুদ্ধক্ষেত্রে পরিণত ভাঙড়, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আইএসএফ কর্মীর

বৃহস্পতিবার যুদ্ধক্ষেত্রে পরিণত হল ভাঙড়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আইএসএফ কর্মীর। ভাঙড়ে আইএসএফ কর্মী মহম্মদ মহিদ্দিন মোল্লার মৃত্যু হয়েছে। ঘটনাটি বিজয়গঞ্জ বাজারের।…

যুদ্ধক্ষেত্রে পরিণত ভাঙড়, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আইএসএফ কর্মীর

বৃহস্পতিবার যুদ্ধক্ষেত্রে পরিণত হল ভাঙড়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আইএসএফ কর্মীর। ভাঙড়ে আইএসএফ কর্মী মহম্মদ মহিদ্দিন মোল্লার মৃত্যু হয়েছে। ঘটনাটি বিজয়গঞ্জ বাজারের।

১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ভাঙচুর, বোমাবাজে। ভোটের আগুনে জ্বলছে ভাঙড় বাজার৷ সংবাদমাধ্যমের উদ্দেশে বোমা-গুলি করছে, পুলিশ নীরব দর্শক৷ দুস্কৃতিরা বোমা চার্জ করছে, সংবাদমাধ্যম বাধ্য হয়ে পিছিয়ে যাচ্ছে, ছুঁটছে৷ ভাঙড় বাজারে বোমাবাজি, আগুন, ইটবৃষ্টি। ভাঙড়ের রাস্তায় পড়ে রয়েছে বোমা। দূরে দাঁড়িয়ে পুলিশ দর্শক মাত্র। অবাধে চলছে ভাঙচুর। জ্বলছে গাড়ি। সংবাদমাধ্যমকে তাড়া দুষ্কৃতীদের।

Advertisements

মনোনয়নের শেষেও অগ্নিগর্ভ ভাঙড়। আতঙ্কিত স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ২০০-৩০০ মিটার দূরে দাঁড়িয়ে পুলিশ, এমনটাই অভিযোগ।