Birbhum: বীরভূম কি তৃণমূলের গলার কাঁটা? একই দিনে হাজারের বেশি সিপিআইএমে সামিল

সকালে বোলপুর তো বিকেলে ময়ূরেশ্বর-তৃ়ণমূল ত্যাগের পর্ব চলছে (Birbhum) বীরভূম জেলায়। একই দিনে কমপক্ষে হাজার জন শাসক দল ত্যাগ করে বাম শিবিরে চলে এলেন। এমনটা…

সকালে বোলপুর তো বিকেলে ময়ূরেশ্বর-তৃ়ণমূল ত্যাগের পর্ব চলছে (Birbhum) বীরভূম জেলায়। একই দিনে কমপক্ষে হাজার জন শাসক দল ত্যাগ করে বাম শিবিরে চলে এলেন। এমনটা সম্প্রতিক সময়ে নজির বলে জেলা সিপিআইএম (CPIM) নেতাদের দাবি। তারা আরও দাবি করছেন, আগামী কয়েকদিনে তৃণমূল (TMC) ছেড়ে আসার সংখ্যা আরও বাড়বে এই জেলায়। অন্যদিকে জেলা তৃণমূল নেতারাও মানছেন বিভিন্ন গ্রামে বাম শিবিরে যোগদানের ঘটনা ঘটেছে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের কাছে বীরভূম জেলা ‘গলার কাঁটা’।

বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলার তদন্তে তিহার জেলে বন্দি। অনুব্রতকে পদ থেকে না সরিয়ে তৃ়ণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই জেলার সাংগঠনিক দায়িত্ব নিয়েছেন।

সিপিআইএম বীরভূম জেলা কমিটির দাবি, রবিবার সকালে বোলপুরের সত্তোরে ৪০০ জন বাম শিবিরে যোগ দেন। আর বিকেলে ময়ূরেশ্বর – ১ নং ব্লকের ঝিকড্ডা অঞ্চলের কোট গ্রাম ৭০০ জন তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থক সিপিআইএমে যোগদান করেছেন। 

পঞ্চায়েত ভোটের আগে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একের পর ইউনিটের ভাঙন ধরাচ্ছে সিপিআইএম। জেলায় বিজেপির অস্তিত্ব তেমন নেই বলে বাম নেতাদের দাবি। তবে তারা বলছেন, বিভিন্ন গ্রামে যারা গত পুরভোটের সময়ও বিজেপিতে ছিলেন তারাও বাম শিবিরে আসছেন।

সম্প্রতি রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে সিউড়িতে জনসভা করা হয়েছিল। সেই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আগামী লোকসভা ভোটে রাজ্য থেকে ৩৫টি আসন পেলে এ রাজ্যে তৃণমূলের সরকার পড়ে যাবে। শাহর বীরভূম সফরের পরেই জেলায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছাড়ার হিড়িক লেগেছে।