
কলকাতা: আইপ্যাক (I-PAC) দফতরে ইডি হানা ঘিরে যখন গোটা সল্টলেক রণক্ষেত্র, ঠিক সেই সময়েই মাত্র দেড় কিলোমিটার দূরে এক নজিরবিহীন নাটকীয়তা তৈরি হলো। সল্টলেকেরই এক বিলাসবহুল হোটেলে তখন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই বৈঠকের চলাকালীন করিডরে আচমকা উদয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী তথা রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) সুমিত কুমার।
“একজনকে খুঁজতে এসেছি!”
বৃহস্পতিবার দুপুরে নড্ডার বৈঠকস্থলের ঠিক বাইরের করিডরে উর্দিধারী আইপিএস সুমিত কুমারকে দেখামাত্রই বিদ্যুৎবেগে খবর ছড়িয়ে পড়ে। ওই হোটেলেই তখন নড্ডার সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সব হেভিওয়েট নেতা এবং জেলা সভাপতিরা। আইপিএস কর্তাকে সম্মেলন কক্ষের দিকে এগোতে দেখেই সংবাদমাধ্যম ঘিরে ধরে। তবে ক্যামেরার লেন্স তাঁর দিকে ঘুরতেই হঠাৎ পিছন ফিরে হাঁটা শুরু করেন তিনি। বেরোনোর মুখে সংক্ষিপ্ত জবাবে রহস্য আরও বাড়িয়ে তিনি বলেন, “একজনকে খুঁজতে এসেছিলাম।” তবে কাকে খুঁজছিলেন, সে উত্তর না দিয়েই দ্রুত হোটেল চত্বর ছাড়েন তিনি।
কেন ঘনীভূত হচ্ছে রহস্য? IPS Sumit Kumar in Nadda meeting
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রহস্যের প্রেক্ষাপটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-
দূরত্ব ও সময়: যে বহুতলে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের নথিপত্র সরাচ্ছিলেন, সেখান থেকে নড্ডার বৈঠকস্থলের দূরত্ব মেরেকেটে দেড় কিলোমিটার।
প্রতীক জৈন ফ্যাক্টর: ইডি যখন কয়লা পাচার মামলার সূত্রে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধানের বিজেপির বৈঠকস্থলে হাজিরা কি কেবলই কাকতালীয়?
বিজেপির অন্দরে আতঙ্ক: আইপিএস কর্তার এই আকস্মিক আগমনে নড্ডার বৈঠকের অন্দরেও চাঞ্চল্য তৈরি হয়। শীর্ষ নেতাদের আপ্তসহায়কেরা বাইরে বেরিয়ে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খোঁজখবর নিতে শুরু করেন।
ষড়যন্ত্র না কি নেহাতই রুটিন?
বিজেপি নেতৃত্বের একাংশের অনুমান, রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় নেতার গতিবিধির ওপর নজর রাখছিল? নাকি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় নিশ্চিত করতে এই পদক্ষেপ? যদিও এই বিষয়ে নবান্ন বা রাজ্য পুলিশের তরফে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। তবে আইপ্যাক ইস্যুতে যখন তৃণমূল-বিজেপি সম্পর্ক কার্যত অগ্নিগর্ভ, তখন সুমিত কুমারের এই ‘অনুপ্রবেশ’ বা হাজিরা রাজ্যের রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিল।
West Bengal: Mystery deepened in Salt Lake as CM Mamata Banerjee’s security chief, IPS Sumit Kumar, was spotted at the hotel where BJP President JP Nadda was holding a meeting. The sudden appearance during the I-PAC raids has sparked surveillance allegations.










