ফৌজদারি অভিযোগে তদন্ত বাধ্যতামূলক, নির্দেশ আদালতের

আর্থিক দুর্নীতির মামলায় জড়ালে অভিযুক্ত যত বড় পদে কাজ করুক না কেন তদন্ত হবেই, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি জাতীয় সড়কের জমি অধিগ্রহণ নিয়ে আর্থিক…

ssc high

short-samachar

আর্থিক দুর্নীতির মামলায় জড়ালে অভিযুক্ত যত বড় পদে কাজ করুক না কেন তদন্ত হবেই, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি জাতীয় সড়কের জমি অধিগ্রহণ নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় এই রায় দিয়েছে আদালত। 

   

আলিপুরদুয়ারের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ১০০ কোটি টাকা তছরুপ এর ঘটনা ঘটে। মামলাকারী সবিতা রায় নামে এক জমিদাতার প্রাপ্য টাকা অসমের এক ব্যাঙ্কে জমা করা এবং উধাও হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়ায়। 

গুজরাট থেকে অসমের মধ্যে নতুন সড়ক তৈরীর জন্য আলিপুরদুয়ারের একটি জমি অধিগ্রহণ করা হয়েছিল। মামলাকারীর অ্যাকাউন্টে ভূমি দফতর প্রায় সাড়ে ১৭ লাখ টাকা জমা দেয়। কিছুদিন পর দেখা যায় সবিতা রায়ের নামে অ্যাকাউন্ট হলেও সেটি অসমের। সাড়ে পাঁচ লক্ষ টাকা তুলে নিয়ে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়। থানায় অভিযোগ না নিলে হাইকোর্টে অভিযোগ দায়ের করেন তিনি। এই মামলাতেই আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি জানিয়েছেন, অভিযুক্ত সরকারি আধিকারিক হলেও ফৌজদারি মামলায় সুপ্রিম কোর্টের আদেশ মতোই এফআইআর দায়ের করা হবে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দু মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।