হজরত মহম্মদের সমালোচনা করেছেন হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা। তার প্রতিবাদে হিংসাত্মক বিক্ষোভের জেরে হাওড়ার বিস্তির্ণ অংশে বন্ধ ইন্টারনেট। জারি হয়েছে ১৪৪ ধারা। এবার ইন্টারনেট পরিষেবা বন্ধ হলো সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের একাংশে।
রাজ্য স্বরাষ্ট্র দফতর জানাচ্ছে, আগামী ১৪ জুন পর্যন্ত মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙা ১ ও ২ ব্লক, শক্তিপুরে বন্ধ করা হলো ইন্টারনেট। যে কোনওরকমে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
রাজ্য সরকার আশঙ্কা করছে, গুজব ছড়িয়ে মুর্শিদাবাদ জুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে একটি চক্র। আগাম সতর্কতা হিসেবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলো।
ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়ানোর আশঙ্কা আছে। হাওড়ার হিংসাত্মক ঘটনার ভিডিও ও ছবি দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়ানোর চেষ্টা চলছে বলেই খবর।
<span;>এদিকে হাওড়ার পরিস্থিতি নিয়ে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, , “আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”
যদিও সংঘর্ষ ও হিংসা থামাতে সরকার ব্যর্থ বলে অভিযোগ বিরোধীদের। এদিন হাওড়া যেতে গিয়ে গ্রেফতার হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর গ্রেফতারিকে কটাক্ষ করে নাটক বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।