দুর্গাপুজো শেষ হলেও এখনও বাকী রয়েছে কালীপুজো, ভাইফোঁটা সহ আরও অনেক উৎসব৷ আর এই উৎসব মানেই চাপ বাড়তে থাকে ট্রেনের (Indian Railway) উপর৷ কারণ এই সময়ে বহু মানুষই বেড়াতে যান৷ তাই ট্রেনগুলির উপর বেশ চাপ থাকে। বিশেষ করে সারা বছরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পান না তাই এই পুজোর সময়টাই বেছে নেন প্রায় সকলেই৷
যাত্রীদের প্রবল চাপে অনেক সময় অপরিষ্কার হয়ে যায় ট্রেন। সবথেকে খারাপ অবস্থা হয় ট্রেনগুলির বাথরুমের। তবে সকলের জন্যই রয়েছে দারুণ এক সুখবর৷ এই সমস্ত দিক খতিয়ে দেখতে মরশুমে বড় ব্যাবস্থা নিয়েছে রেল(Indian Railway)৷
উত্তর-পূর্ব রেলের (Indian Railways) তরফ থেকে জানানো হয়েছে, লখনউ, বারাণসী এবং ইজ্জতনগর ট্রেনগুলিতে যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে এবার এই সমস্ত ট্রেনেও মিলবে সেই সুবিধা৷ বিশেষ করে ট্রেনের শৌচাগার নিয়ে কোনও অভিযোগ না আসে সেদিকে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। যদিও বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিকে (Indian Railways) সবসময় পরিস্কার রাখার চেষ্টা চালায় রেল। কিন্তু এবার এগুলির পাশাপাশি বাকী সমস্ত ট্রেনেও থাকবে এই সমস্ত ব্যবস্থা৷