আজ দেবীপক্ষের সপ্তম দিন। আট থেকে আশি, সকলেই দেবী দূর্গার দর্শন করতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন। এমনকি দূর দূরান্তে পাড়ি জমাতেও পিছপা হচ্ছেন না। ফলে বরাবরের মতো পুজোর এই কটাদিন ট্রেনে-বাসে বাড়তি ভিড় নজরে পড়ছে। এদিন যাত্রীদের হয়রানি কমাতে সুখবর শোনাল ভারতীয় রেল (Indian Railway)। কী শুনবেন?
এতদিন রেল লাইন মেরামতির জন্য ব্যান্ডেল কাটোয়া শাখায় বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছিল। আবার কয়েকটি ট্রেন ঘুর পথে চালাতে বাধ্য হয়েছিল রেল। কিন্তু আগামীকাল অর্থাৎ অষ্টমী থেকে ব্যান্ডেল-কাটোয়া শাখার অম্বিকা কালনা এবং জিরাট লাইনে স্বাভাবিক সময়সুচি মেনে ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে।
কিছু ইএমইউ লোকাল বাতিল করা হয়েছিল। সেগুলি পুনরায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কাটোয়া থেকে ৩৭৭৪৬ এবং ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ বাতিল করা হয়েছিল। এগুলি শুক্রবার থেকে পুনরায় চলবে।
‘রতন হারা’ টাটার এই গাড়িগুলি চিরকাল স্মৃতির মণিকোঠায় থেকে যাবে!
আবার কাটোয়া থেকে ৩৭৭৪৮ এবং ব্যান্ডেল থেকে ৩৭৭৫১ ট্রেন দুটি গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হচ্ছিল। সেগুলিও এবার স্বাভাবিক নিয়মে যাতায়াত করবে। আবার ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া গ্যালপিং লোকালের চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছিল। আগামীকাল থেকে সেটিও তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
