কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল রেল। পাশাপাশি গুরুতর আহতদের জন্য আড়াই লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০…

kanchn janga express accident north bengal

নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল রেল। পাশাপাশি গুরুতর আহতদের জন্য আড়াই লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র। সোমবার দুর্ঘটনার খবর পেয়েই নিজের এক্স হ্যন্ডেলে এমনটা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে দুর্ঘটনার খবর পেতেই প্রথমে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। মৃতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে পোস্ট করেন তিনি। 

   

 

পাশাপাশি দুর্ঘটনা পরিস্থিতিরল ওপর নজর রাখার কথাও উল্লেখ করেছিলেন। এদিন রাঙাপানিতে দুর্ঘটনার জেরে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত ৩০ এর বেশি। দিল্লি থেকে কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির ওপর সকাল থেকেই রাখছিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ঞ্নব। ইতিমধ্যেই উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

 

রেল সূত্রে জানা গিয়েছে, পেছন থেকে আসা মালগাড়ির গার্ডের ভুলের জন্যই এই দুর্ঘটনা ঘটে। আবার ওই রুটে অ্যান্টি কলিশন ডিভাইস কাজ করছিল না। যার ফলে এটি দুর্ঘটনার অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া বিগত কয়েকদিন থেকেই যথেষ্ট দুর্যোগপূর্ণ হওয়ায় উদ্ধারকার্যে সমস্যার সন্মূখীন হচ্ছেন এনডিআরএফের সদস্যরা। আহত যাত্রীদের চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। এদিকে দুর্ঘটনার জন্য নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতসহ একাধিক ট্রেনের গতি পরিবর্তন হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, রেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূও দুর্ঘটনা নিয়ে ট্যুইট করে সহমর্মিতা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনায় শোকপ্রকাশ করেছেন।