মাঝ সমুদ্রে ঝড়ের কবলে পড়েছিল বাংলাদেশি ট্রলার (Sundarbans Incident)। আর সেই ধাক্কা সামলাতে না পেরে জলের মধ্যে পড়ে যায় বাংলাদেশি মৎসজীবীরা। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় মৎস্যজীবীরা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে ‘এফবি পারমিতা ৫’ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল। আর ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন। ভাসতে থাকা ব্যক্তিদের দেখেই তাঁদেরল দিকে এগিয়ে যায় ভারতীয় ট্রলারটি। তারপর দড়ি, লাইফবোট নামিয়ে ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন ওই ভারতীয় ট্রলারে থাকা মৎসজীবীরা। এরপরই উদ্ধার হওয়া প্রত্যেকেই নিজেদের বাংলাদেশি বলে জানান।
এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, “বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান। ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করে তৎক্ষণাৎ পাথরপ্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়েছে। তবে একজন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথরপ্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।”
অতীতেও বহুবার এমন ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকসময়ই মাঝসমুদ্রে বিপদে পড়েন মৎসজীবীরা। সেক্ষেত্রে আগে থেকেই সতর্কতা জারি করে উপকূল রক্ষীবাহিনী। ভারত-বাংলাদেশে জলসীমা (India-Bangladesh water boundary) খুব কাছাকাছি হওয়ায় ভারতীয় জলসীমায় বাংলাদেশি ট্রলার ঢুকে পড়ার ঘটনা নতুন নয়।