ফেন্সিং নিয়ে ঝামেলা! BSF-এর গর্জনে ভয়ে পালাল BGB-বাংলাদেশিরা,

india bangladesh border tension
india bangladesh border tension

কলকাতা: হাসিনা জমানায় ইতি পড়ার পর থেকেই তলানিতে ভারত-বাংলাদে দ্বিপাক্ষিক সম্পর্ক৷ এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত৷ দু’দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল৷ বিএসএফকে বেড়া দেওয়ার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার মালদার বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামের সীমান্তে ফেন্সিং করতে গিয়েছিল বিএসএফ৷ কিন্তু সেই কাজে বাধা দেয় বিজিবি জওয়ানরা। বিজিবি বিএসএফকে বেড়া দিতে বাধা দিচ্ছে শুনেই সেখানে জড়ো হন গ্রামবাসীরা। ভারতীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে তাঁরা বন্দেমাতরম স্লোগান তোলেন৷ তাতে খানিকটা ভয় পেয়ে পিছু হঠে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী৷ (india bangladesh border tension)

কূটনৈতিক টানাপোড়েন india bangladesh border tension

গত কয়েকদিন ধরেই দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে৷ সম্প্রতি বাংলাদেশ সেনাকে যুদ্ধের মহড়া করতেও দেখা গিয়েছে৷ সীমান্ত দিয়ে বেড়ে চলেছে অনুপ্রবেশের ঘটনা। অনুুপ্রবেশ রুখতে কড়া নজর রাখছে বিএসএফ৷ সীমান্ত সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে৷ আর তাতেই বেড়েছে বিজিবির রোষ৷ এদিন ফেন্সিং করতে গেলে বাধা দেয় বিজিবির জওয়ানরা বাধা দেন৷ তাদের সাথ দেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। শুরু হয় বচসা৷ তবে বিএসএফের রণমূর্তি দেখে সেখান থেকে পালায় বিজিবি৷ 

   

১০০ মিটারেরও বেশি এলাকা কাঁটাতারহীন india bangladesh border tension

সুখদেবপুর গ্রামে ১০০ মিটারেরও বেশি সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নেই। কয়েক বছর আগে এই অঞ্চলে বেড়া দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল বিজিবির৷ সেই সময় দু’দেশ সহমত প্রকাশ করেছিল৷ কিছু দিন পর প্রকৃত সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে শুরু হয় খুঁটি পোঁতার কাজ৷ তবে সেই সময় খুঁটিতে কাঁটাতার লাগানো হয়নি৷ সম্প্রতি সেই সেই অসমাপ্ত কাজ শুরু করে বিএসএফ। সেই কাজেই বাধা দেয় বিজিবি। এর পর ফ্ল্যাগ মিটিংয়ে বসলে পুরনো অবস্থান থেকে সরে আসে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী৷ 

 

West Bengal: Tensions rise at the India-Bangladesh border over fencing issues. BSF’s fencing work in Malda’s Sukdevpur village faced resistance from BGB. Villagers supported BSF with slogans, causing BGB to retreat. Diplomatic strain continues.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন