ফেন্সিং নিয়ে ঝামেলা! BSF-এর গর্জনে ভয়ে পালাল BGB-বাংলাদেশিরা,

কলকাতা: হাসিনা জমানায় ইতি পড়ার পর থেকেই তলানিতে ভারত-বাংলাদে দ্বিপাক্ষিক সম্পর্ক৷ এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত৷ দু’দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা…

india bangladesh border tension

কলকাতা: হাসিনা জমানায় ইতি পড়ার পর থেকেই তলানিতে ভারত-বাংলাদে দ্বিপাক্ষিক সম্পর্ক৷ এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত৷ দু’দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল৷ বিএসএফকে বেড়া দেওয়ার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার মালদার বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর গ্রামের সীমান্তে ফেন্সিং করতে গিয়েছিল বিএসএফ৷ কিন্তু সেই কাজে বাধা দেয় বিজিবি জওয়ানরা। বিজিবি বিএসএফকে বেড়া দিতে বাধা দিচ্ছে শুনেই সেখানে জড়ো হন গ্রামবাসীরা। ভারতীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে তাঁরা বন্দেমাতরম স্লোগান তোলেন৷ তাতে খানিকটা ভয় পেয়ে পিছু হঠে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী৷ (india bangladesh border tension)

কূটনৈতিক টানাপোড়েন india bangladesh border tension

গত কয়েকদিন ধরেই দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে৷ সম্প্রতি বাংলাদেশ সেনাকে যুদ্ধের মহড়া করতেও দেখা গিয়েছে৷ সীমান্ত দিয়ে বেড়ে চলেছে অনুপ্রবেশের ঘটনা। অনুুপ্রবেশ রুখতে কড়া নজর রাখছে বিএসএফ৷ সীমান্ত সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে৷ আর তাতেই বেড়েছে বিজিবির রোষ৷ এদিন ফেন্সিং করতে গেলে বাধা দেয় বিজিবির জওয়ানরা বাধা দেন৷ তাদের সাথ দেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। শুরু হয় বচসা৷ তবে বিএসএফের রণমূর্তি দেখে সেখান থেকে পালায় বিজিবি৷ 

   

১০০ মিটারেরও বেশি এলাকা কাঁটাতারহীন india bangladesh border tension

সুখদেবপুর গ্রামে ১০০ মিটারেরও বেশি সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া নেই। কয়েক বছর আগে এই অঞ্চলে বেড়া দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল বিজিবির৷ সেই সময় দু’দেশ সহমত প্রকাশ করেছিল৷ কিছু দিন পর প্রকৃত সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে শুরু হয় খুঁটি পোঁতার কাজ৷ তবে সেই সময় খুঁটিতে কাঁটাতার লাগানো হয়নি৷ সম্প্রতি সেই সেই অসমাপ্ত কাজ শুরু করে বিএসএফ। সেই কাজেই বাধা দেয় বিজিবি। এর পর ফ্ল্যাগ মিটিংয়ে বসলে পুরনো অবস্থান থেকে সরে আসে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী৷ 

 

West Bengal: Tensions rise at the India-Bangladesh border over fencing issues. BSF’s fencing work in Malda’s Sukdevpur village faced resistance from BGB. Villagers supported BSF with slogans, causing BGB to retreat. Diplomatic strain continues.