দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কবার্তা

আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘখলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস…

Weather Update

আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘখলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর সূত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে। তবে সেই তুলনায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে সেখানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

আজ কলকাতায় জ্বালানির দাম বাড়ল না কমল? জানুন একনজরে

Advertisements

এই সময় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে।