Sunday, December 7, 2025
HomeWest BengalNorth BengalWeather: হাওয়া মোরগের খবর দার্জিলিংয়ে বরফ পড়বে, ব্যাগ গুছিয়ে তৈরি হন

Weather: হাওয়া মোরগের খবর দার্জিলিংয়ে বরফ পড়বে, ব্যাগ গুছিয়ে তৈরি হন

- Advertisement -

Weather: রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার দাপটে কমেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে এখনই একটানা শীতের সম্ভাবনা নেই। ১৩ ডিসেম্বরের পরে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার দার্জিলিং-এ বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আগামী ২৪ ঘন্টায় রাতের তারমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর পরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

   

এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। তবে কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারে কমে নেমে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যেতে পারে আগামী ২৪ ঘন্টায়।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতংশ। কলকাতার তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular