খেলছেন কান্তি! হুড়মুড়িয়ে ধস তৃণমূলে, ফের ২ হাজারের অধিক ঢুকল বাম শিবিরে

সুন্দরবন লাগোয়া বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলের একের পর এক গ্রামে চলছে তৃণমূল কংগ্রেস ত্যাগ। উঠে আসছে সামুদ্রিক ঘূর্ণির সময় ত্রাণ দুর্নীতির অভিযোগ।

বুড়ো হাড়ে ভেল্কিবাজি! প্রাক্তন সু্ন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলী (Kanti Ganguly) ভেল্কি দেখাচ্ছেন।  দক্ষিণ ২৪ পরগনায় একের পর এক গ্রামে তৃণমূল কংগ্রেস (TMC) ত্যাগ শুরু হয়েছে। পরপর দুবার বড়সড় ধসের কবলে শাসক দল।

সুন্দরবন লাগোয়া বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলের একের পর এক গ্রামে চলছে তৃণমূল কংগ্রেস ত্যাগ। এই সব এলাকার বাসিন্দারা সরাসরি পঞ্চায়েত ভিত্তিক দুর্নীতর অভিযোগ তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। উঠে আসছে সামুদ্রিক ঘূর্ণির সময় ত্রাণ দুর্নীতি।

   

 তিন দিনের ব্যবধানে ফের এই জেলায় তৃণমূল ছাড়লেন ২ হাজারের বেশি। জেলা সিপিআইএম সূত্রে খবর, খোদ কান্তি গাঙ্গুলীর খাস এলাকা বলে পরিচিত রায়দিঘি বিধানসভার শঙ্করপুর, আবাদভগবানপুর সহ একাধিক এলাকায় তৃণমূল ছেড়ে ২০০০ জনের বেশী যোগ দিলেন সিপিআইএমে।

পরিবর্তনের পর রায়দিঘিতে গত তিনটি নির্বাচনে হেরেছেন কান্তি গাঙ্গুলী। তবে সামুদ্রিক ঝড় সহ বিভিন্ন সামাজিক কাজে তিনি বিশেষ আলোচিত। প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর উদ্যোগে পঞ্চায়েতে ভোটের আগে বাম শিবিরে যোগদান পর্ব চলছে।

এর আগে জেলার কুলতলির মনিরতট ও চুপড়িঝাড়ায়  তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগ দেন ২৫০০ জন। এই তালিকায় আছেন তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দেয়। একইভাবে ফের বড়সড় দলত্যাগ হল তৃণমূল থেকে।

দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস জানাচ্ছে, যারা দনত্যাগ করছেন তারা দলবিরোধী কাজে জড়িত ছিল। জেলা সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন, তৃণমূলের ব্যাপক  দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই বাম শিবিরে যোগদান চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন