Remal Cyclone: রেমাল বিধ্বস্ত সন্দেশখালির ভরসা রেড ভলেন্টিয়ার্স, ‘ঝড়ে উড়ে গেল তৃণমূল-বিজেপি’

‘ঝড়ে উড়ে গেছে তৃণমূল ও বিজেপি’ এমনই অভিযোগ ও কটাক্ষ সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। রেমাল ঘূর্ণিতে অসহায় সন্দেশখালিসহ রাজ্যের উপকূলীয় অঞ্চলে জল-খাবার ওষুধ নিয়ে প্রশাসনের আগেই…

‘ঝড়ে উড়ে গেছে তৃণমূল ও বিজেপি’ এমনই অভিযোগ ও কটাক্ষ সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। রেমাল ঘূর্ণিতে অসহায় সন্দেশখালিসহ রাজ্যের উপকূলীয় অঞ্চলে জল-খাবার ওষুধ নিয়ে প্রশাসনের আগেই পৌঁছে গেছেন সিপিআইএমের স্বেচ্ছাসেবী সংগঠন রেড ভলেন্টিয়ার্স। সংগঠনটি করোনা অতিমারী সংকটে বিশ্বজোড়া প্রশংসা অর্জন করেছিল। এবার রেমাল ঘূর্ণিঝড়ের (Remal Cyclone) সময় তাদের ভূমিকা দেখা গেল।

লোকসভা নির্বাচনে উত্তর ২৪পরগনার সন্দেশখালি তীব্র রাজনৈতিক ইস্যু। শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে সন্দেশখালিতে মহিলাদের নির্যাতন অভিযোগ ও সাজানো ঘটনার দাবি পাল্টা দাবি চলছে। বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালির পরিস্থিতি নিয়ে সরব সিপিআইএম। তাদের দাবি, সন্দেশখালির সাধারণ মানুষের কথা ভুলে তৃণমূল ও বিজেপি ভোট টানতে মরিয়া।

   

নির্বাচনের মাঝেই রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগর তীরে  উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে সামুদ্রিক জলস্ফিতি দেখা গেছে। রবিবার রাতে ঝড়টি বাংলাদেশের দিকে চলে গেলেও সোমবার সকাল থেকেই খবর আসতে থাকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকাতেও ব্যাপক ক্ষতি করেছে রেমাল। এরই মধ্যে রেড ভলেন্টিয়ার্সদের উদ্যোগে শুরু হয়েছে ত্রাণ বণ্টন।

রেড ভলেন্টিয়ার্স সূত্রে খবর, ঝড়ের পূর্ব সংকেত পেয়েই সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নির্দেশ দেন যে কোনো উপায়ে দুর্গতদের সাহায্য করার।  পূর্ব প্রস্তুতি আগেই ছিল। রবিবার রাত থেকে ঝাঁপিয়ে পড়েন রেড ভলেন্টিয়ার্সরা।  সংগঠনটির তরফে উপকূলীয় এলাকাবাসীকে বার্তা দেওয়া হয় ”আমরা প্রস্তুত আছি আতঙ্কিত হবেন না,আমরা পাশে আছি যেকোনো সমস্যায়।” মুহূর্তে সেই বার্তা ভাইরাল হয়ে যায়। রাত থেকেই রেড ভলে্ন্টিয়ার্সের দেওয়া নম্বরে যোগাযোগ করতে শুরু করেন উপকূল এলাকার বাসিন্দারা।

রেমালের গতিপথ বিশ্লেষণ দেখে প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কাম্তি গাঙ্গুলী বরাবরের মতো তাঁর বিশেষ উদ্যেগে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঝড় কবলিত এলাকায় চলেছে ত্রাণ ও উদ্ধারকাজ। সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাম জমানার প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী।

এদিকে সামাজিক মাধ্যমে বিধ্বস্ত উপকূলীয় এলাকার ছবি আসছে। তাতে দেখা যাচ্ছে সিপিআইএমের রেড ভলেন্টিয়ারদের। সামাজিক মাধ্যমেই প্রশ্ন,  তৃণমূল বিজেপি কি ঝড়ে উড়ে গেল?