উপনির্বাচনে ইন্ডি-র পাঞ্চে ক্ষতবিক্ষত এনডিএ

tmc

বাংলা সহ দেশজুড়ে হওয়া উপ-নির্বাচনের (By Election) গণনা নিয়ে বড় তথ্য দিল নির্বাচন কমিশন। বাংলার কথা বললে, ৪ বিধানসভা কেন্দ্র অর্থাৎ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় লিড করছে তৃণমূলই। ষষ্ঠ-সপ্তম রাউন্ডের শেষে তৃণমূলের প্রার্থীরা হাজার হাজার ভোটে এগিয়ে গিয়েছেন বলে খবর।

কমিশন জানাচ্ছে, ১৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ৫টি আসনে, তৃণমূল কংগ্রেস ৪টি আসনে, বিজেপি, ডিএমকে, আপ এবং জেডিইউ একটি করে আসনে এগিয়ে। হিমাচল প্রদেশের দেরা, নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর আসন এবং মধ্যপ্রদেশের আওয়ারওয়ারা আসনেও এগিয়ে রয়েছে কংগ্রেস।

   

পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ, বাগদা ও মানিকতলা আসনে এগিয়ে তৃণমূল। ফলাফলের আগেই রায়গঞ্জে বিজয় মিছিল করতে শুরু করে দিয়েছে তৃণমূল। বাগদায় যেমন ১৪,৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে মানিকতলা আসনে ২০ হাজার ৮১৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। রানাঘাট দক্ষিণে ১৯ হাজার ৯৯৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এছাড়া রায়গঞ্জে ষষ্ঠ রাউন্ড শেষে ৩১ হাজার ২৮৭ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 

এছাড়া পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এগিয়ে আপ। বিহারের রূপাওলি আসনে এগিয়ে জেডিইউ। হিমাচল প্রদেশের হামিরপুর আসনে এগিয়ে বিজেপি। তামিলনাড়ুর বিক্রাভান্দি আসনে এগিয়ে ডিএমকে।  

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন