লিলুয়ার মিরপাড়া পার্কে শুরু হল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakcaborty) বসন্ত উৎসব। প্রতিবছরই ইমন আয়োজন করে থাকেন তিনি। আর সেই উৎসবে সামিল হন বহু শিল্পী। এবারের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ঊষা উত্থুপ, জোজো, ইমন, লগ্নজিতা, বাবুল সুপ্রিয়, দেবলীনা কুমার-সহ একঝাঁক তারকারা।
একসঙ্গে এত শিল্পীকে হাতের কাছে পেয়ে খুশি লিলুয়াবাসী। সৌরেন্দ্র সৌম্যজিৎ, শ্রীজাত প্রমুখ অংশ নিচ্ছেন এবারের উৎসবে। এবার অনুষ্ঠান দেখার জন্য টিকিটের মূল্য করা হয়েছে ৩০০ টাকা। ইমন চক্রবর্তী নিজের ফেসবুক দেওয়া লাইভ করে উৎসবের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
শুক্রবার বিকেলে ইমনের ফেসবুকে লাইভে দেখা যায় সুবিশাল শোভাযাত্রা। সবুজ ও হলুদ পাঞ্জাবি আর শাড়ীতে ছেলে মেয়েরা অংশ নিয়েছে শোভাযাত্রায়। হুডখোলা জিপে মাইক ধরেছেন স্বয়ং ইমন। পাশে তাঁর বাবা। মাইকে বাজছে ইমনেরই কণ্ঠ ‘রঙ্গবতী’
প্রতিবারের মতো এবারও জমে যাবে ইমনের বসন্ত উৎসব– এমনইটাই মনে করছে লিলুয়াবাসী। লিলুয়া ছাড়াও বাইরে থেকে অনেকে যোগ দেবেন এই উৎসবে। লিলুয়ার মিরপাড়া পার্ক চত্বর যে কয়েকদিন উৎসব মুখর হয়ে থাকবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।