প্রথমে পূর্ব মেদিনীপুরের এগরা তারপরে বজবজ, ধীরে ধীরে গোটা বাংলা জুড়েই সন্ধান মিলেছে বাজির। কোথাও মজুত করে রাখা হয়েছে নিষিদ্ধ বাজি (Illegal Firecracker) আবার কোথাও মজুত রয়েছে বাজি তৈরির মশলা। সব মিলিয়ে নিষিদ্ধ বাজির আঁতুড় ঘরে পরিণত হয়েছে বাংলা।
অন্যদিকে মঙ্গলবার সকালে মালদহের ইংরেজবাজারে নিষিদ্ধ বাজি ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। সেদিনই রাতে ভাঙ্গরে বোমা বিস্ফোরণে তৃণমূল নেতার বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পরে। রাজ্যের সর্বত্র বাজির নিষিদ্ধ বাজির রমরমা ব্যবসা দেখে তল্লাশি অভিযান চালায় পুলিশ।
আর এবার বীরভূমের সিউড়ি থানার কাছেই উদ্ধার প্রায় ৪০ কেজি নিষিদ্ধ বাজি। পুলিশ সূত্রে খবর, এক পৌঢ় বাজি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বাজি। আরও জানা গিয়েছে, এর আগেও একাধিকবার তাকে গ্রেফতার করেছিল সিউড়ি থানার পুলিশ।
তবে সে সবে কোনো কাজ দেয়নি, গতকাল আবারও তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। অন্যদিকে খয়রাশোলের কাঁকরতলা থানা এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫টি তাজা বোমা। সব মিলিয়ে বাংলা যে বর্তমানে বারুদের ওপরে বসে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।