এপ্রিল থেকে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার? নয়া নির্দেশিকায় শোরগোল

রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ৷ বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার৷ তৃতীয়বার ক্ষমতায় আসার পরই রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যা ব্যপক ভাবে জনপ্রিয় হয়ে ওঠে৷ তবে, দুঃখের খবর এবার বন্ধ হতে চলেছে সেই ভাতা। তবে বলে রাখি, সকলের জন্য নয়৷ এই প্রকল্প নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে৷ যার ফলে বহু মহিলাই লক্ষ্ণীর ভাণ্ডার থেকে বঞ্চিত হতে চলেছেন।

লক্ষ্মীর ভাণ্ডার কী ছিল?
লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হল মমতা সরকারের একটি বিশেষ প্রকল্প, যার মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসে ১০০০ টাকা (সাধারণ জাতির জন্য) থেকে ১২০০ টাকা (তপশিলি জাতির জন্য) পর্যন্ত পেয়ে থাকেন। এর পাশাপাশি, রাজ্যে অন্যান্য ভাতাও চালু রয়েছে, যেমন—বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের জন্য অনেকটা সাহায্য হয়ে উঠেছিল, কিন্তু নতুন নিয়মের ফলে এদের অনেকেই এখন ভাতা পাবেন না।

   

নতুন নিয়মে কী পরিবর্তন আসছে?
নতুন নির্দেশিকার মূলে দুটি বড় পরিবর্তন রয়েছে। প্রথমত, সিঙ্গেল অ্যাকাউন্ট ছাড়া আর এই ভাতা দেওয়া হবে না। অর্থাৎ, যদি আপনার অ্যাকাউন্ট যৌথ (Joint Account) হয়, তাহলে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না।

দ্বিতীয়ত, আধার লিঙ্ক করতেই হবে। যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তাদের আর এই ভাতা মিলবে না।

এর ফলে কী হবে?
এখন যারা সিঙ্গেল অ্যাকাউন্ট বা আধার লিঙ্কের শর্ত পূরণ করেননি, তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আর পাবেন না। এর ফলে অনেক মহিলাকে সমস্যায় পড়তে হতে পারে।

মমতা সরকারের এই ভাতা প্রকল্প রাজ্যে মহিলাদের জন্য বড় উপকারে এসেছিল। কিন্তু নতুন নির্দেশিকার ফলে অনেকেই এই ভাতা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। এখন রাজ্যবাসীকে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে চলতে হবে, আর যারা নিয়ম মেনে চলবেন না, তাদের আর এই ভাতা মিলবে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন