CBI: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে ফের আইসিকে তলব

পুরুলিয়ার ঝালদায় গত ১৩ মার্চ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই খুনের তদন্তে ফের আইসি-কে ডেকে পাঠাল সিবিআই। সাদা পোশাকেই তিনি সিবিআই ক্যাম্পে এসেছিলেন।…

CBI

পুরুলিয়ার ঝালদায় গত ১৩ মার্চ খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। এই খুনের তদন্তে ফের আইসি-কে ডেকে পাঠাল সিবিআই। সাদা পোশাকেই তিনি সিবিআই ক্যাম্পে এসেছিলেন।

Advertisements

তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু প্রথম থেকেই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে আসছিলেন। পুলিশের তরফ থেকেও তাঁদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করছিলেন তিনি। আইসি-র বিরুদ্ধেই নির্দিষ্ট করে অভিযোগ ছিল তাঁর।

   

পুরভোটে তপন কান্দু জিতলেও, আইসি তাঁকে বারবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ।

ঝালদার কাউন্সিলর তপন কান্দু খুনে পুলিশের ভূমিকা নিয়ে উঠে আসছে একের পর এক প্রশ্ন।

সিবিআই তদন্তে উঠে এসেছে, মাঝরাস্তায় তপন কান্দু গুলিবিদ্ধ হয়েছেন, এ খবর পুলিশের কাছে পৌঁছে যায় আগেই। তবুও সব শুনে পুলিশ ঘটনাস্থলে সেসময় যায়নি। ঘটনাস্থলের খুব কাছে ৪০০ মিটার দূরেই ছিল ঝালদা থানার আরটি ভ্যান। সেখানেই প্রথম খবর আসে কাউন্সিলরের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি।