HomeTop StoriesPM Modi: 'টাকা ছিল না, সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াতাম', অতীত ঘাঁটলেন প্রধানমন্ত্রী

PM Modi: ‘টাকা ছিল না, সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াতাম’, অতীত ঘাঁটলেন প্রধানমন্ত্রী

- Advertisement -

লোকসভা ভোটের আগে বঙ্গে রাজনৈতিক প্রচার তুঙ্গে রয়েছে বিজেপির। এদিকে এই প্রচারে আরও কিছুটা গতি দিতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে মহিলাদের সমাবেশে বড় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী, যা শুনে সকলেই চমকে গিয়েছেন বৈকি।

এদিন তিনি বলেন, “কিছু লোক নিশ্চয়ই ভাবছেন যে একজন রাজনীতিবিদ আমাকে গালি দিয়েছেন এবং সে কারণেই আমি সবাইকে আমার পরিবার বলে সম্বোধন করছি তবে আমি সবাইকে বলতে চাই যে আমি অল্প বয়সেই বাড়ি ছেড়েছি। আমি সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াতাম… আমার কাছে কোনো টাকা ছিল না, তবুও এমন কোনো দিন ছিল না যেদিন আমি খালি পেটে ঘুমাতাম। সেই সময় গরিবরা আমার যত্ন নিয়েছে। আমি এই দেশের প্রতিটি নাগরিকের সাথে একটি পারিবারিক সম্পর্ক অনুভব করি। আমার সেবা আপনাদের জন্য উৎসর্গ করা হয়েছে। মোদীর শরীরের প্রতিটি কণা এবং তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত এই পরিবারের জন্য উৎসর্গ করা হয়েছে। মোদী যখন কোনও সমস্যার মুখোমুখি হন, তখন এই মা, বোন এবং কন্যারা ঢাল হয়ে দাঁড়ায়।”

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular