Howrah: হাওড়ায় উদ্ধার বিপুল টাকা-হীরের গয়না, সমস্তিপুর থেকে সূত্র?

হাওড়া (Howrah) শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি কোটি টাকা (Huge money)। রবিবার সকালে কলকাতা পুলিশ ও হাওয়ার শিবপুর থানার যৌথ অভিযানে বিপুল টাকার পাশাপাশি…

Howrah: হাওড়ায় উদ্ধার বিপুল টাকা-হীরের গয়না, সমস্তিপুর থেকে সূত্র?

হাওড়া (Howrah) শিবপুরের একটি গাড়ি ভিতরে মিলল কোটি কোটি টাকা (Huge money)। রবিবার সকালে কলকাতা পুলিশ ও হাওয়ার শিবপুর থানার যৌথ অভিযানে বিপুল টাকার পাশাপাশি প্রচুর সোনা ও হীরের গয়না উদ্ধার হল।

পুলিশ সূত্রে খবর, একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই টাকা। ব্যাগে করে বিপুল টাকা নিয়ে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল ব্যবসায়ীর।

এর আগে কলকাতা পুলিশের অভিযানে বিহারের সমস্তিপুর থেকে বিপুল টাকা নিয়ে পলাতক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সেও শিবপুর নিবাসী। তার সূত্র ধরেই এবারের অভিযান কিনা উঠছে প্রশ্ন। একটি বেসরকারি সংস্থার টাকা নিয়ে পলাতক হয়েছিল সেই ব্যক্তি।

কলকাতা পুুলিশ জানাচ্ছে, গত ১৪ অক্টোবর সমস্তিপুরে ধৃত ওই বেসরকারি সংস্থার কর্মচারীর নাম মহ: আইনুল হক। সে প্রায় ৪২ লক্ষ টাকা হাতিয়ে সমস্তিপুরে আত্মগোপন করেছিল। আইনুলকে জিজ্ঞাসাবাদের পর তার বয়ানের ভিত্তিতে হানা দেওয়া হয় হাওড়া এলাকার একটি নির্দিষ্ট স্থানে। সেখানে মিলেছিল বিপুল টাকা।  রবিবার হাওড়ার শিবপুরে যে টাকা উদ্ধার হয়েছে শিবপুরে তার সঙ্গে সমস্তিপুরে ধৃতের সম্পর্ক খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

Advertisements

এদিন শিবপুরের একটি অভিজাত আবসনে তদন্ত চালায় হাওড়া ও কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ওই আবাসনের গ্যারেজ থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা।

ব্যবসায়ীর যে গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে, তা সিজ করে নেওয়া হয়েছে। ব্যবসায়ীর দুটি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। সেই দুটি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুল অভিযুক্ত এখনও অধরা বলেই জানা গেছে। এর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তিত্বের যোগ রয়েছে? সবটাই খোঁজ করছে পুলিশ।