Explosive Juan Ferrando: রয় কৃষ্ণ ইস্যুতে বিস্ফোরক দাবি হুয়ান ফেরান্দোর

রবিবার কোচিতে ATK মোহনবাগান (Mohun Bagan) খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।  ইতিমধ্যে প্রতীম কোটালরা ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম ম্যাচ হেরেছে চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে।…

Roy Krishna Juan Ferrando

রবিবার কোচিতে ATK মোহনবাগান (Mohun Bagan) খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।  ইতিমধ্যে প্রতীম কোটালরা ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের প্রথম ম্যাচ হেরেছে চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে।

২০২২-২৩ ফুটবল মরসুম সবে শুরু হয়েছে। মরসুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ এবং AFC ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে ATK মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বাগান জনতা। কোচ হুয়ান ফেরান্দোর ফুটবল বোধ প্রশ্নের মুখে। সবুজ মেরুন জনতা হুয়ান ফেরান্দো হঠাও দাবি নিয়ে সরব। এমন অবস্থাতে ISL’র প্রথম ৫ ম্যাচ সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) কাছে অ্যাসিড টেস্ট।

বাগান জনতা ডুরান্ড কাপ এবং কুয়ালালামপুর ম্যাচে দলে স্কোরারের অভাব দেখে রয় কৃষ্ণ’কে রিলিজ দেওয়ার ইস্যুতে মোটেও সন্তুষ্ট নয়। বারে বারে সবুজ মেরুন জনতা রয় কৃষ্ণ’কে রিলিজ দেওয়ার ইস্যুকে সামনে আনছে এবং হুয়ান ফেরান্দোর ফুটবল দর্শনকে খোঁচা দিয়ে চলেছে।

এই প্রসঙ্গে শনিবার, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণ’কে রিলিজ দেওয়া ইস্যুতে নিজের নীরবতা ভেঙে বলেন,”না ঠিক সেরকম না। ফুটবলের মূল কথা হল জায়গা তৈরি করা ও তাকে কাজে লাগিয়ে সফল হওয়া। সুযোগ তো আমরা তৈরি করছিই। কে স্কোর করল বা না করল, তা নিয়ে মাথা ব্যথা নেই।” ফেরান্দোর কথায়, ” কত সুযোগ তৈরি করছি আর কত নষ্ট হচ্ছে, সেটা একটা ব্যাপার। আমার দলের ওপর পুরো আস্থা রয়েছে। আমার বিশ্বাস ধাপে ধাপে ওরা আরও উন্নত ফুটবল খেলবে এবং প্রতিপক্ষের গোলকিপারদের আরও ব্যস্ত করে তুলবে। এখন আমাদের নিজেদের দলে ফোকাস করাই ভাল।”

প্রি ম্যাচ প্রেস মিটে এসে হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণ ইস্যুতে ঢোক গিলে যা বললেন,তার নির্যাস কার্যত এটাই দাঁড়ালো ‘ভাঙবো তবু মচকাবো না’, ফিজিয়ান গোলমেশিনকে রিলিজ দেওয়ার সিদ্ধান্ত টেকনিক্যালি ভুল তা সরাসরি স্বীকার না করলেও রয় কৃষ্ণ’র অভাব ATK মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্সে ছাপ ফেলেছে তা ঘুরিয়ে স্বীকার করেই নিলেন সবুজ মেরুন শিবিরের হেডকোচ হুয়ান ফেরান্দো