Birbhum: বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার, রানিগঞ্জে ধৃত যুবক

বীরভূম মহম্মদবাজার থেকে ৮১ হাজার ডিটোনেটর বিস্ফোরক উদ্ধার। এই বিপুল পরিমাণ বিস্ফোরক-ডিটোনেটর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তে নেমে এসটিএফ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থেকে আশিস তিওরা নামে এক যুবককে গ্রেফতার করেছে।

Advertisements

এই বিপুল পরিমান বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে বেআইনি পাথর খাদানে এই ডিটোনেটর ব্যবহার করা হতো। তবে এর পিছনে কোনও জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে দুই জেলার পুলিশ।

   

ধৃত আশিস রানিগঞ্জের গির্জাপাড়ার বাসিন্দা। তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়। তাকে জেরা করে বিপুল বিস্ফোরকের বিষয়ে সূত্র খুঁজছে পুলিশ।

Advertisements

এর আগেও বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় বীরভূমের মহম্মদবাজারে। সেবার মহম্মদবাজারের জয়পুর এলাকায় একটি ছোট মারুতি গাড়ির ভিতর থেকে প্রায় ৩৯ হাজার ডিটোনেটর উদ্ধার করেছিল পুলিস। এবার মহম্মদবাজার থেকেই উদ্ধার ৮১ হাজার ডিটোনেটর।