Howarh Violence: শুভেন্দুকে হাওড়া যেতে নিষেধাজ্ঞা পুলিশের

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার ধর্মীয় সমালোচনামূলক মন্তব্যের জেরে হাওড়ার বিস্তির্ণ অংশে হিংসা ছড়ায়। জারি আছে ১৪৪ ধারা। হাওড়ার ঢোকার আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে…

Suvendu-Adhikari-nandigram

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার ধর্মীয় সমালোচনামূলক মন্তব্যের জেরে হাওড়ার বিস্তির্ণ অংশে হিংসা ছড়ায়। জারি আছে ১৪৪ ধারা। হাওড়ার ঢোকার আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ। রাজ্য সভাপতিকে হেনস্থার প্রতিবাদে রবিবারই উলুবেড়িয়া যাওয়ার কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁকে হাওড়ায় ঢুকতে নিষেধাজ্ঞা পুলিশের৷

শনিবার নিজের ফেসবুকে শুভেন্দু জানিয়েছিলেন রবিবার হাওড়ার পাঁচলায় ক্ষতিগ্রস্ত পার্টি অফিস পরিদর্শনে যাবেন তিনি। এরপরেই রবিবার শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে নিষেধ করে কাঁথি থানার তরফে দেওয়া হল চিঠি।

   

শুভেন্দু অধিকারীকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, যেহেতু হাওড়ার গ্রামীণ এবং বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই তিনি যেতে পারবেন না।

সূত্রের খবর, রবিবার প্রথমে বিধায়ক অশোক দিন্দার বাড়িতে যাবেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন৷ মাঝে উলুবেড়িয়া নেমে ক্ষতিগ্রস্ত পার্টি অফিস পরিদর্শনে যাবেন।

প্রসঙ্গত, হাওড়া যাওয়ার সময়েই পুলিশের তরফে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয়। সুকান্ত মজুমদারের গাড়ি টোলপ্লাজা পার হওয়ার আগেই গ্রেফতার করা হয়ে তাঁকে। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা৷ ।