রামনবমী শোভাযাত্রা নিয়ে ফের গরম হাওড়া। শিবপুরে বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। হাওড়ার পরিস্থিতি মোকাবিলায় কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার ও বৃহস্পতিবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে বারবার রামনবমী নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলও করলেও অশান্তি যাতে না ছড়ায় বারবার সেই বার্তা দেন তিনি। তারপরে বৃহস্পতিবার রণক্ষেত্র আকার নেয় হাওড়ার কাজিপাড়া। এই ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারও পরিস্থিতি গরম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হাওড়ার ঘটনায় বিজেপির প্ল্যান ছিল। মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম কখনও অশান্তিকে প্রশয় দেয় না। ধর্ম শান্তির কথা বলে, মানবিকতার কথা বলে। যে ঘটনা ঘটেছে এটায় বিজেপি প্ল্যান ছিল। বিজেপি একাধিক সংগঠন রয়েছে, এদের প্ল্যান ছিল যেমন করে হোক দাঙ্গা লাগানো। বিজেপি গতকাল দেশের প্রায় ১০০ টি জায়গায় এভাবে দাঙ্গা লাগিয়েছে। হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন, রমজান মাসে যারা উপবাস করে থাকে, শান্তি পরিবেশকে অশান্ত করেছে। ওরা পার্ক সার্কাসেও চেষ্টা করেছিল। কিন্তু আমরা একাধিক জায়গায় আটকাতে পেরেছি। হাওড়ার ঘটনায় অবশ্যই পুলিশের ব্যর্থতা রয়েছে। আমি যা পদক্ষেপ নেওয়ার নেবো। আমি সকলের কাছে আবেদন করছি এটা হিন্দুরা করেনি। করেছে বিজেপি যে সমস্ত সংগঠন রয়েছে, তাঁরা অস্ত্র নিয়ে আক্রমণ করেছে।