Egra Blast: এগরা বিস্ফোরণে কত মৃত্যু? গ্রাম জুড়ে চাপা আতঙ্ক-কান্না

বিস্ফোরণে (Egra Blast) কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে সরকারি হিসেব ও খাদিকুল গ্রামের বাসিন্দাদের পরস্পর বিরোধী হিসেবে তৈরি হচ্ছে ধন্দ। সরকারিভাবে নিহতের সংখ্যা দশ জন।…

বিস্ফোরণে (Egra Blast) কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে সরকারি হিসেব ও খাদিকুল গ্রামের বাসিন্দাদের পরস্পর বিরোধী হিসেবে তৈরি হচ্ছে ধন্দ। সরকারিভাবে নিহতের সংখ্যা দশ জন। সাম্প্রতিক সময়ে বিস্ফোরণে এত জনের মৃত্যু হয়নি রাজ্যে। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা ব্লকের খাদিকুল গ্রামের বাসিন্দাদের দাবি নিহতের সংখ্যা সরকারি হিসেবের দ্বিগুণ। অভিযোগ, পুলিশের মদতে মৃতদেহ লোপাট করা হয়েছে।

   বাজি নাকি বোমা? কারখানায় কী তৈরি হচ্ছিল?

মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণের বিস্ফোরণস্থল থেকে দূর পর্যন্ত মৃতদেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এই তীব্র বিস্ফোরণ থেকে সন্দেহ নিছক বাজি কারখানায় দুর্ঘটনা নয়, তৈরি হচ্ছিল বোমা। ফরেন্সিক তদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। তড়িঘড়ি সিআইডি তদন্ত নিয়েও গ্রামবাসীদের অভিযোগ, তদন্তের নামে কিছু চাপা দিতে চায় শাসকদল তৃণমূল কংগ্রেস।

বুধবার সকাল থেকে খাদিকুল গ্রামে কান্নার রোল। ভয়াবহ বিস্ফোরণের পর গ্রামজুড়ে যেভাবে মৃতদেহগুলি পড়েছিল সেই আতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে।

খাদিকুলের তৃ়ণমূল নেতা ভানু বাগের কারখানায় বিস্ফোরণ হয়েছে। পুলিশের দাবি এটি বাজি তৈরির কারখানা। বেআইনি বাজি তৈরির জন্য ভানু গ্রেফতার হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে ফের গ্রামে এসে গোপনে বাজি তৈরি করছিল।

এলাকাবাসী বলছেন, পুলিশকে টাকা দিয়ে কারখানা চালাত ভানু। খাদিকুল গ্রাম স্থানীয় সাহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এখানে তৃ়ণমূল জিতলেও মাস দুয়েক আগে বিজেপি সেটি দখল করে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি সিআইডি তদন্তের পাশাপাশি এনআইএ তদন্তের দাবিকে সমর্থন করেছেন।