Sunday, December 7, 2025
HomeBusinessদিঘায় আকাশছোঁয়া হোটেলভাড়া, রাস টানতে রথযাত্রার আগেই কড়া পদক্ষেপ প্রশাসনের

দিঘায় আকাশছোঁয়া হোটেলভাড়া, রাস টানতে রথযাত্রার আগেই কড়া পদক্ষেপ প্রশাসনের

- Advertisement -

রথযাত্রার দিন যত এগিয়ে আসছে, দিঘায় উত্তেজনা ততই বাড়ছে।(Digha)  দেশের নবতম তীর্থস্থান, জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দিঘায় প্রতিদিনই বাড়ছে পর্যটকদের সংখ্যা। একদিকে সেজে উঠছে রথ, অন্যদিকে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। এই উল্লাসের মাঝে, পর্যটকদের জন্য কিছু সমস্যাও মাথাচাড়া দিয়েছে।(Digha)  দিঘায় হোটেল ও টোটো ভাড়ার যে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, তা এখন পর্যটকদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।(Digha)  

দিঘার পর্যটন ব্যবসা বরাবরই রমরমা ছিল। তবে এখন পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা যেতে আগে টোটো ভাড়া ছিল মাথাপিছু ২০ টাকা। কিন্তু এখন সেটি(Digha)  পাঁচগুণ বেড়ে ১০০ টাকা হয়ে গেছে। এই ভাড়ার বৃদ্ধি শুধু পর্যটকদের জন্যই নয়, স্থানীয় বাসিন্দাদের জন্যও অসুবিধা তৈরি করেছে। (Digha)  একদিকে দাম বাড়ছে, অন্যদিকে সমুদ্র থেকে দূরে থাকা হোটেলগুলোর রুমের(Digha)  ভাড়া বেড়ে গিয়ে ২০০০ টাকা হয়ে গেছে, যা আগে ছিল মাত্র ৫০০-৬০০ টাকা। এসি রুমের জন্য এখন দিতে হচ্ছে ৪০০০-৪৫০০ টাকা, যেখানে আগে সেই রুমগুলো ১২০০-১৫০০ টাকায় পাওয়া যেত। এমনকি, রাস্তার পাশে থাকা ছোট্ট দোকানগুলোতেও খাবারের দাম বেড়ে গেছে। সব মিলিয়ে, এই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।(Digha)  

   

তবে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন(Digha)  এই সমস্যার মোকাবিলায় কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে। অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, তারা একাধিক (Digha)  বৈঠক করে হোটেল মালিকদের সতর্ক করেছেন। এখন যদি কোনো পর্যটক ফেসবুক পেজে অভিযোগ (Digha)  করেন, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। “আমরা অভিযোগ ধরে ধরে সমস্যার সমাধান করেছি। এরপরেও যদি পর্যটকরা অভিযোগ জানিয়ে থাকেন, আমরা হোটেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব,” বলেন তিনি।(Digha)  

রথযাত্রার দিন দিঘায় আগত ভক্তদের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। জগন্নাথ মন্দিরের ৭ নম্বর গেট থেকে তিনটি রথ বের হবে। রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ জনের(Digha)  বেশি বিদেশি ভক্তের উপস্থিতির কথা রয়েছে। শ্রীজগন্নাথের রথের রশি যাতে সমস্ত পুণ্যার্থী ও পর্যটকরা ছুঁতে পারেন, তার জন্য পুরনো মন্দির পর্যন্ত রথের রশি দিয়ে রাস্তা তৈরি করা হবে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন ১ লক্ষ দর্শনার্থী আসছেন, আর এখন পর্যন্ত ৩০ লাখ পর্যটক দিঘা পৌঁছেছেন। এক্ষেত্রে, শুধু স্থানীয় পর্যটন ব্যবসার প্রসারই ঘটেনি, কর্মসংস্থানও বেড়েছে বিপুল পরিমাণে।(Digha)  

দিঘায় মোট ৮৫০টি হোটেল রয়েছে, যার মধ্যে ১০০টি প্রিমিয়াম হোটেল। সেখানে প্রতিদিন ৭৫ থেকে ৮০ হাজার অতিথি থাকে। এর ফলে, স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক সুবিধা পাচ্ছেন এবং(Digha)  কর্মসংস্থানও বেড়েছে। তবে, এই বৃদ্ধির পাশাপাশি সমস্যাও তৈরি হচ্ছে, বিশেষ করে ভাড়া বৃদ্ধির কারণে। তাই, এই মুহূর্তে দিঘার জন্য প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।(Digha)  

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular