Hooghly: ‘বিজেপি জিতলে তুলে নিয়ে যাবে বলল’, বিস্ফোরক অভিযোগ তফসিলি মহিলার

Hooghly Jangipara

পয়লা বৈশাখ যে এতটা ভয়াবহ হতে পারে তা বোধ হয় কল্পনাও করতে পারেননি হুগলির (Hooghly) জাঙ্গিপাড়া থানা এলাকার এক তফশিলি মহিলা। অভিযোগ, গলায় ভোজালি ধরে ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক বিজেপি নেতা। তবে এই কাজে ব্যর্থ হয়ে, যাওয়ার সময় হুমকি দিয়ে নাকি তিনি বলে যান, ‘বিজেপি জিতলে তুলে নিয়ে যাব’। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড় গিয়েছে এলাকায়।

Advertisements

ঠিক কী ঘটেছে?
সূত্রের খবর, জাঙ্গিপাড়া থানা এলাকার এক গ্রামে পয়লা বৈশাখের রাতে ওই মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎই অভিযুক্ত যুবক বাড়িল খিল খুলে ঢুকে পড়ে। মহিলার অভিযোগ, তাঁর গলায় ভোজালি ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু মহিলা চিৎকার করতে শুরু করলে পরিবারের অন্যান্য সদস্যরা এসে হাজির হন। এই হট্টগোলের মধ্যে পালাতে গিয়ে ওই অভিযুক্ত বিজেপি নেতা শাসিয়ে যান, বলেন, ‘বিজেপি জিতলে তুলে নিয়ে যাব’।

   

আরও পড়ন: Nandigram Rape: নন্দীগ্রামে বন্ধুত্ব সুযোগ নিয়ে যুবতীকে ধর্ষণ, গ্রেফতার দুই অভিযুক্ত!

এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই মহিলা! জানা গিয়েছে, অভিযুক্তের নাম শিবশঙ্কর দাস। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী আবহে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। শাস্তির দাবি তুলেছে তৃণমূল। এদিকে, পদ্মশিবিরের বক্তব্য, বিজেপির কেউ কোনও দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করা হবে।

এদিকে, জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগ বলেন, ‘কোনও মানুষই এই ঘটনাকে সমর্থন করে না । রাজনৈতিক দিক বাদ দিলেও আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে সমর্থন করি না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সদস্য জড়িত থাকলে তাঁকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা হবে। বিজেপি ওই মহিলার পাশে আছে।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements